ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১১:৩৭:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম ঈদযাত্রা: ৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

এসএসসি ও সমমান পরীক্ষা পেছালো

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২২ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার

এসএসসি ও সমমান পরীক্ষা পেছালো

এসএসসি ও সমমান পরীক্ষা পেছালো

এসএসসি ও সমমানের পরীক্ষা একদিন পিছিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হবে। আজ শনিবার সন্ধ্যায় এসএসসি ও সমমান পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্র মতে, অনিবার্য কারণবশত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে ১৬ জানুয়ারি সংবাদ সম্মেলন করে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

এ বছর এসএসসি পরীক্ষায় সারা দেশে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১৬ লাখ ৮১ হাজার ৬৮৮ জন, অনিয়মিত ৩ লাখ ৬১ হাজার ৩২৫ জন। আর বিশেষ পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেবে ২ লাখ ৮২ হাজার ৫৯৪ জন। গত বছরের তুলনায় এবার ৮৭ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী কমেছে। তবে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৬৪ হাজার ৩৮২ জন ছাত্রী বেশি। এ বছর শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ২০২টি।

নির্ধারিত কেন্দ্রে সংশ্লিষ্টদের কাছে ২৫ মিনিট আগে তাদের প্রশ্নপত্রের সেটকোড পাঠানো হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।