ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ১৮:২৪:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নিভেছে শিব নারায়ণ দাশের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক পরলোকে জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ন মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

কসবায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১৫

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৮ এএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

কসবায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১৭।  ছবি : সংগৃহীত

কসবায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১৭। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অর্ধশতাধিক যাত্রী।

আজ মঙ্গলবার ভোররাত সোয়া তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এবং সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আটজনের মরদেহ পাওয়া গেছে। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও সাতজন।

শ্যামল কান্তি দাস জানান, তূর্ণা নিশীথার ধাক্কায় উদয়ন এক্সপ্রেসের মাঝের দুইটি বগি দুমড়ে মুচড়ে যায়। এসব বগির নিচে কেউ আটকে পড়ে আছে কিনা, তার অনুসন্ধান চলছে।

সংকেত বিভ্রাটে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

দুর্ঘটনাটি ঘটার সময় ট্রেন দুইটি চলন্ত অবস্থায় ছিল।

দুর্ঘটনাস্থলে রয়েছেন কবসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম। স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজে অংশ নিয়েছে পুলিশ, ফায়ার সার্ভিস ও রিলিফ ট্রেন। জরুরি তথ্য সরবরাহে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।

এই ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রামের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।