ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ১৪:০৩:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘পদ্মশ্রী’ গ্রহণ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা কাতার-বাংলাদেশ ১০ চুক্তি-সমঝোতা সই কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান ঢাকা থেকে প্রধান ১৫টি রুটে ট্রেনের ভাড়া যত বাড়ল মাকে অভিভাবকের স্বীকৃতি দিয়ে নীতিমালা করতে হাইকোর্টের রুল আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা নতুন করে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

কান্দোভন: এক পাথুরে গুহার গ্রাম

ট্রেস জফি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৪ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

গ্রামখানি পাথরে মোড়া-গুহাময়৷ গ্রামবাসীরা গুহাবাসী৷ নিছক কোনও একদিনের জন্য গুহায় গিয়ে মনঃসংযোগ করার মতো অভিপ্রায় তাদের নেই৷ এরা প্রজন্মের পর প্রজন্ম এইরকমই থাকেন৷ জীবনযাত্রা এখানে পাথুরে দেওয়ালের সঙ্গে লেপটে রয়েছে৷ এই গুহা ঘেরা গ্রাম চমকপ্রদ৷ গ্রামের নাম কান্দোভন৷

ইরানের পূর্ব আজারবাইজান এলাকার ওস্কু শহর৷ আর এই শহরের ঐতিহাসিক এক গ্রামের নাম কান্দোভন। বিখ্যাত তাব্রিজ শহর থেকে কমবেশি পঞ্চাশ কিলোমিটার দূরে সাহান্দ পর্বতের পাদদেশে রয়েছে এই পাথুরে গুহা দিয়ে তৈরি গ্রাম৷ 

স্থানীয় সংবাদ মাধ্যমে লেখা হয়েছে- সাহান্দ পর্বতের আগ্নেয়গিরির প্রভাব এবং চমৎকার আবহাওয়া ও প্রাকৃতিক সৌন্দর্য গ্রামটির শোভা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে- বিশ্বের প্রস্তরময় বা পাথুরে গুহাময় তিনটি বিখ্যাত গ্রামের একটি হলো কান্দোভন। এর আরেকটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য হলো- এখানে মানুষজন বসবাস করে। অর্থাৎ এখানে জীবনের সকল আয়োজন রয়েছে।

পুরাতাত্ত্বিকরা জানান, এই গ্রামটিতে ইসলাম পূর্ব যুগ থেকেই মানুষের বসবাস৷ পাহাড়ের গায়ে গায়ে ছড়িয়ে থাকা অসংখ্য ছোট বড় গুহা মানেই এক একটি পরিবারের বসবাস৷ সেই গুহার কোনটায় তৈরি হয়েছে দোকান, বাড়ি, খাওয়ার ঘর৷ দেখতে খুবই সুন্দর এগুলো। ইরানে ঘুরতে আসা পর্যটকরা কান্দোভন গুহা গ্রাম দেখতে আসেন৷ স্থানীয়দের জীবনযাত্রা মানুষের মনে তৈরি করেছে কৌতূহল৷

কান্দোভন গ্রামে ইরানের শীতপ্রধান পার্বত্য এলাকায় পড়ে৷ প্রবল শীতের সময় কুঁকড়ে যায় এখনকার জীবনযাত্রা৷ তুষারপাতও হয়৷ পাথুরে গুহায় ঘর গরম করার বিভিন্ন পন্থা যেমন রয়েছে তেমনই রয়েছে রুটি তৈরির চমকপ্রদ ব্যবস্থা৷ এছাড়া মসজিদ, গোসলের স্থান, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিরাট বিরাট পেষাইকল রয়েছে গ্রামটিতে৷

ইরানের শস্য শ্যামল এলাকার অন্যতম আজারবাইজানের এই কান্দোভন গ্রাম৷ বেশি কিছু নদী ও ঝরনা রয়েছে এখানে৷ মনোরম পরিবেশ থাকার কারণে জীবনযাত্রায় ক্লান্তির ছাপ নেই৷ ইরানের পার্বত্য অঞ্চলগুলোর মধ্যে এই এলাকাকে সবচেয়ে ভালো আবহাওয়াময় অঞ্চল বলে মনে করা হয়। 

জানা গেছে কান্দোভনের ঝর্নার জলে মিশে থাকে খনিজ পদার্থ৷ পরীক্ষায় করে দেখা গেছে এই খনিজ জল কিডনির পাথর দূর করার ক্ষেত্রে কাজে দেয়৷ প্রাকৃতিক কারণে কান্দোভনের গুহা গ্রামে তৈরি বিশেষ মধু খুবই উপকারি৷