ঢাকা, মঙ্গলবার ১৬, এপ্রিল ২০২৪ ২২:১৬:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে ফিরেছেন ২১ লাখেরও বেশি সিমধারী ভাসানটেকে আগুন: মায়ের পর মারা গেলেন মেয়েও ফরিদপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১ রাজধানীতে ফিরছে মানুষ লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত ৩৪ হাজার ৬৬৬ জন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৩ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এ বছর ডেঙ্গু রোগের আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩৪ হাজার ৬৬৬ জন রোগী। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ঘরে ফিরে গেছেন ২৫৮৭২ জন রোগী। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮৭৬৫ জন ডেঙ্গু রোগী। ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৫১৪০ জন রোগী। আর ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ৩ হাজার ৬২৫ জন ডেঙ্গু রোগী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২ হাজার ৩২৬ জন রোগী। এ পর্যন্ত মৃত্যু ২৯ জন। এই হলো ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য। তবে বেসরকারি হিসেব ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সরকারি হিসেবের প্রায় দ্বিগুন।

ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। এ রোগ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা সর্বত্রই। এখনো ডেঙ্গু জ্বর বিস্তারকারী এডিস মশা মারার ওষুধ ছিঁটানো শুরু হয়নি। কিন্তু ডেঙ্গু জ্বরে মৃত্যু নির্ণয়ের জন্য ‘ডেথ রিভিউ কমিটি’ গঠন করা হয়েছে। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগের আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা প্রতিদিন বাড়ছে। রাজধানীর বাইরে এই রোগীর সংখ্যা এখন অনেক বেশি। আগস্ট মাসের প্রথম ৭ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ হাজার ৩৭৩ জন রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সংখ্যা পুরো জুলাই মাসে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যার প্রায় সমান। ওই মাসে সারা দেশে ১৫ হাজারের কিছু বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। এ তথ্য স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদন থেকে পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, ৭ আগস্ট বুধবার সকাল ৮টা থেকে ৮ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে সারা দেশে ২ হাজার ৩২৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই ভর্তি হয়েছেন ১ হাজার ১৫৯ জন ডেঙ্গু রোগী; আর ঢাকার বাইরে ১ হাজার ১৬৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী পহেলা আগস্ট সকাল ৮টা থেকে ২ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সময়ে সারাদেশে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ১ হাজার ৬৮৭ জন। পরের ২৪ ঘণ্টায় এমন রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৬৪৯। পরের দিন আরও ১ হাজার ৮৭০ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। ৪ আগস্ট সকাল ৮টা থেকে ৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২ হাজার ০৬৫ জন। পরের দুই দিন আরও ২ হাজার ৩৪৮ ও ২ হাজার ৪২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। আগস্টের প্রথম সপ্তাহেই মোট ১৪ হাজার ৩৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, বাংলাদেশে এ বছরের এখন পর্যন্ত বিভিন্ন সময় ৩৪ হাজার ৬৬৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৫ হাজার ৮৭২ জন রোগী সুস্থ হয়েছেন, বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮ হাজার ৭৬৫ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ১৩০ জন, মিটফোর্ড হাসপাতালে ১১৮ জন, ঢাকা শিশু হাসপাতালে ৪৪ জন ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৫৬ জন, বিএসএমএমইউতে ৬৫ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২৪ জন, পিলখানা বিজিবি হাসপাতালে ৪ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৩১ জন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।

রাজধানীর বেসরকারি হাসপাতালগুলোয় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত ৪৬৫ জন রোগী চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে। এছাড়া বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩০ জন, স্কয়ার হাসপাতালে ২৮ জন, মিরপুর ডেল্টা মেডিক্যাল কলেজে ২৩ জন, সেন্ট্রাল হাসপাতালে ২৬ জন ও কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

এ ছাড়াও ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ২৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ২২৭ জন ও খুলনা বিভাগে ১৭৯ জন, রংপুর বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭১ জন, রাজশাহী বিভাগে ১৩০ জন, বরিশাল বিভাগে ১৭৮ জন ও সিলেট বিভাগে ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে।

-জেডসি