ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ৬:০৩:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস ২৪ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম মক্কা ও মদিনায় তুমুল বৃষ্টির শঙ্কা খালেদার গ্যাটকো মামলায় চার্জগঠনের শুনানি পেছাল কুড়িগ্রামে তাপদাহ: বৃষ্টির জন্য নামাজ আদায় থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

ফুটসালে বাংলাদেশ নারী ফুটবল দল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:১১ এএম, ২৩ এপ্রিল ২০১৮ সোমবার

দোসরা মে থাইল্যান্ডে শুরু হচ্ছে এএফসি নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের মধ্যে দিয়েই বাংলাদেশের মেয়েদের অভিষেক হতে যাচ্ছে ফুটসালে (ইনডোর ফুটবল)।

 

আসরকে সামনে রেখে দীর্ঘদিন ধরে অনুশীলন করা জাতীয় নারী দলের ফুটবলারদের প্রত্যাশা অভিজ্ঞতার পাশাপাশি নিজেদের দক্ষতা কাজে লাগানো। আর কোচ বললেন লড়াই করার পূর্ণ মানসিকতা নিয়েই মাঠে নামবে তার শিষ্যরা।

 

ফুটসাল বাংলাদেশের দর্শকদের কাছে ফাইভ-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট হিসেবে পরিচিত। এত দিন খেলাটি বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি ও ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফলে জাতীয় দলের মেয়েদের কাছে খেলাটি একেবারেই নতুন। পাঁচজন খেলোয়াড় একসঙ্গে মাঠে থাকতে পারেন। ইচ্ছেমতো বদল করা যায় খেলোয়াড়। টুর্নামেন্ট উপলক্ষে ইতিমধ্যে হ্যান্ডবল স্টেডিয়ামে অনুশীলন শুরু করে দিয়েছেন মেয়েরা।

 

ফুটসাল বিশ্বের অন্যদেশগুলো নিয়মিত খেললেও, বাংলাদেশের অংশগ্রহণ নিয়মিত না। এ বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। যেখানে প্রথমবারের মত অংশ নিচ্ছে বাংলাদেশ।

 

এএফসি নারী ফুটসালে চার গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে মোট ১৫টি দেশ। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে কোয়ার্টার ফাইনালে। বাংলাদেশ পড়েছে টুর্নামেন্টের `বি` গ্রুপে। যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে মালয়েশিয়া, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে। গেলো আসরে নিজেদের মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে ৪র্থ হয়েছিল মালয়েশিয়া। অন্য দলগুলোও তুলনামূলক শক্তিশালী।

 

এই টুর্নামেন্ট সামনে রেখে অনুশীলন চলছে মেয়েদের। বিদেশের মাটিতে খেলা হলেও ভালো করতে মরিয়া খেলোয়াড়রা। সর্বোচ্চটুকু দিয়ে ভালো খেলার পাশাপাশি প্রথমবারের মত অংশ নেয়া ফুটসালে অভিজ্ঞতাকেই অর্জন হিসেবে দেখছেন তারা।

 

ক’দিন আগেই জকি ক্লাব কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। দলটি অনূর্ধ্ব ১৫ হলেও, বাংলাদেশ জাতীয় নারী দলের প্রতি শতভাগ আস্থা রাখছেন কোচ গোলাম রব্বানী ছোটন। জানান, খেলায় জয় কিংবা পরাজয় নয়। লড়াই করার জন্য যে মানসিকতা প্রয়োজন তা মেয়েদের আছে। আর সেটা কাজে লাগিয়েই দল ভালো করবে বলে বিশ্বাস কোচের।

 


আগামী ২ মে থাইল্যান্ডে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফুটসালে যাত্রা শুরু করবে বাংলাদেশ নারী ফুটবল দল।