ঢাকা, মঙ্গলবার ১৬, এপ্রিল ২০২৪ ২২:৩৯:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে ফিরেছেন ২১ লাখেরও বেশি সিমধারী ভাসানটেকে আগুন: মায়ের পর মারা গেলেন মেয়েও ফরিদপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১ রাজধানীতে ফিরছে মানুষ লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু

রানী এলিজাবেথ ৯৩ বছরে পা রাখলেন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ রোববার তার ৯৩তম জন্মদিন পালন করছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ব্রিটেনের সবচেয়ে বয়স্ক এবং দীর্ঘ সময় ধরে সিংহাসনে থাকা রানীর পাঁচটি বিশেষ দিকের কথা উল্লেখ করা হল-

সবচেয়ে বেশ সময় ধরে সিংহাসনে রানী :
ইউকে অফিস অব ন্যাশনাল স্ট্যাটিস্টিকস এর মতে, ব্রিটেনের ৮০ শতাংশেরও বেশি লোক সিংহাসনে অন্য কাউকে দেখেননি। অর্থাৎ অধিকাংশেরই জন্ম রাণীর সিংহাসনে আরোহনের পর। তিনি ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি সিংহাসনে আরোহন করেন। তিনি উইনস্টন চার্চিলের আমলে সিংহাসনে আসীন হন। এরপর ব্রিটেনের ১৪ জন প্রধানমন্ত্রী তার অধীনে ছিলেন। এই সময়ে ১২ মার্কিন প্রেসিডেন্টের মধ্যে ১১ জন তার অফিসে তার সঙ্গে দেখা করেন।

তিনি ৩ হাজার ৫শ’র বেশি বিলে স্বাক্ষর করেন যা আইনে পরিণত হয়েছে। ব্রিটেনের ইতিহাসে তিনি তার জন্মদিন পর্যন্ত যে কোন রাজা বা রানীর চেয়ে ১১ বছর চার মাস বেশি সিংহাসনে আরোহন করে আছেন।

রানীর জন্ম:
রানী ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ার এলাকার ১৭ ব্রুটন স্ট্রিটে জন্মগ্রহণ করেন। জুন মাসের দ্বিতীয় শনিবার তার আরো একটি জন্মদিন রয়েছে যা আনুষ্ঠানিক ভাবে পালিত হয়। ১৭৪৮ সালে রাজা দ্বিতীয় জর্জ এই জোড়া জন্মদিনের রীতি শুরু করেন। কারণ তিনি গ্রীষ্মকালে জন্মদিন পালন করতে চেয়েছিলেন।

পোষা প্রাণী:
রানী দ্বিতীয় এলিজাবেথের পশুপ্রীতি রয়েছে। তিনি ঘোড়া ও কুকুর খুব পছন্দ করেন। তার ৩০টির বেশি কুকুর রয়েছে। ১৯৫২ সালে রানীর বাবা রাজা ষষ্ঠ জর্জ মারা যাবার পর তিনি উত্তরাধীকার সূত্রে বেশ কয়েকটি রেসের ঘোড়ার মালিকানা লাভ করেন। তার ঘোড়াগুলো ১ হাজার ৬শ’র বেশি রেসে জয়লাভ করে। ৯৩ বছর বয়সী রানীর একটি হাতি, একটি ব্ল্যাক জাগুয়ার ও কুমির রয়েছে। এগুলো সব উপহার। এগুলোকে চিড়িয়াখানায় রাখা হয়েছে।

কর:
রানীর ওপর যদিও কর বা রাজস্ব দেয়ার আইনগত বাধ্যবাধকতা নেই। তবুও রাণী দ্বিতীয় এলিজাবেথ ১৯৯২ সাল থেকে স্বেচ্ছায় আয়কর দিচ্ছেন।

প্রযুক্তি:
রানী দ্বিতীয় এলিজাবেথ ঐতিহ্যের অনুসারী হলেও তিনি প্রযুক্তির উন্নয়নের সাথেও ভালোই তাল মিলিয়ে চলতে পছন্দ করেন। রানী ১৯৭৬ সালে প্রথম ইমেইল বার্তা পাঠান, ২০১৪ সালে প্রথম টুইট এবং গতমাসে প্রথম ইন্সট্রগ্রামে পোস্ট করেন।