চট্টগ্রামে করোনায় নতুন ৮৮ জন সংক্রমিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৬ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার

চট্টগ্রামে করোনায় নতুন ৮৮ জন সংক্রমিত
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন ৮৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৭ দশমিক ৫৩ শতাংশ। এ সময়ে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, নগরীর ছয়টি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে গতকাল শুক্রবার চট্টগ্রামের ১ হাজার ১৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৮৮ জনের মধ্যে শহরের বাসিন্দা ৭৭ জন এবং চার উপজেলার ১১ জন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ৬ জন হাটহাজারীতে। এছাড়া, আনোয়ারা ও ফটিকছড়িতে ২ জন করে এবং সীতাকু-ে ১ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা ৩২ হাজার ১২ জন। এর মধ্যে মহানগর এলাকার ২৪ হাজার ৯১১ জন এবং বিভিন্ন উপজেলার ৭ হাজার ১০১ জন।
এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। মোট মৃতের সংখ্যা ৩৬৬ জনই রয়েছে। তবে, এ ক্ষেত্রে সিভিল সার্জন কার্যালয় সংশোধন করে জানিয়েছে, করোনায় মৃতদের মধ্যে মহানগর এলাকার বাসিন্দা ২৬৬ জন এবং গ্রামের ১০০ জন। আগের দিনের রিপোর্টেও ২৬২ জন মহানগর এলাকার এবং ১০৪ জন বিভিন্ন উপজেলার বলে উল্লেখ করা হয়েছিল। গতকাল সুস্থ্যতার ছাড়পত্র পেয়েছেন ৩৯ জন। এতে আরোগ্য লাভকারীর সংখ্যা বেড়ে এখন ৩০ হাজার ৫৯ জনে উন্নীত হলো। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৪৪ জন এবং হোম আইসোলেশনে সুস্থ্যতার পর ছাড়পত্র পান ২৬ হাজার ১৫ জন। হোম কোয়ারেন্টাইনে গতকাল যুক্ত হন ১৫ জন ও ছাড়পত্র পান ৪০ জন। বর্তমানে ১ হাজার ৪২৪ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।
ল্যাবভিত্তিক রিপোর্টে জানা যায়, গতকাল সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে। এখানে ৪৭১ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব মিলে। ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৬২ জনের নমুনা পরীক্ষায় ৮ জন জীবাণুবাহক চিহ্নিত হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৫টি নমুনা পরীক্ষায় ২৭ জনের দেহে সংক্রমণের প্রমাণ মেলে।
নগরীর বেসরকারি তিন ল্যাবরেটরির মধ্যে ইম্পেরিয়াল হাসপাতাল ও শেভরনে ৮৪টি করে এবং মা ও শিশু হাসপাতালে ১৮টি নমুনা পরীক্ষা হয়। এতে যথাক্রমে ১৩, ১৪ ও ৫টি নমুনায় ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।
এদিন চট্টগ্রামের ১৪৪ জনের নমুনা পাঠানো হয় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে। পরীক্ষায় সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে।
তবে, ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ও আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) গতকাল কোনো নমুনা পরীক্ষা হয়নি।
রিপোর্ট বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ল্যাবভিত্তিক সংক্রমণ হার ছিল চমেকে ৪ দশমিক ৪৬, বিআইটিআইডি’তে ৩ দশমিক ০৫ শতাংশ, চবি’তে ২৫ দশমিক ৭১, ইম্পেরিয়াল হাসপাতালে ১৫ দশমিক ৪৮ শতাংশ, শেভরনে ১৬ দশশিক ৬৭ এবং মা ও শিশু হাসপাতালে ২৭ দশমিক ৭৮ শতাংশ।
- পথশিশুদের মধ্যাহ্নভোজ করালেন ডেপুটি স্পিকার
- নারীর ক্ষমতায়নের প্রতীক ‘জয়িতা’
- করোনায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ৬৩৫
- ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্তে বাধা দেবে যুক্তরাষ্ট্র: কমলা হ্যারিস
- সুইজারল্যান্ডে বোরকা নিষেধাজ্ঞায় গণভোট রোববার
- আফগানিস্তানে বোমা হামলায় নারী চিকিৎসক নিহত
- যুক্তরাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা ৪০,০০০ নিচে নামলো
- নারীর হাতে ঘুরছে পোশাক কারখানার চাকা
- বাজারে মুরগির দাম চড়া, অপরিবর্তিত ভোজ্যতেল
- বীর মুক্তিযোদ্ধা শেফালী রানী: সাহসী এক যোদ্ধা
- প্রোফাইল হ্যাক করে ‘গোপন’ ছবি ভাইরাল হওয়াটা কষ্টের: মিথিলা
- সেরাম থেকে আরও ৪ কোটি টিকা কিনতে চায় বাংলাদেশ
- প্রকাশ্যে এলো রাজপরিবারের সঙ্গে হ্যারি-মেগানের তিক্ততা
- তথ্যের গড়মিলে ফেঁসে যাচ্ছেন নাসিরের স্ত্রী তামিমা!
- আত্তীকরণ হচ্ছে প্রায় ২০ হাজার শিক্ষক-কর্মচারী
- রোকেয়া খাতুর রুবী চিরসবুজ পাতা
- করোনায় একদিনে প্রাণ গেল ১৬ জনের
- দু’টি কবিতা
- রাজধানীতে শীতের পিঠা বিক্রির ধুম
- কবিতা# ফেরারী মন
- আনুশকা হত্যার নিরপেক্ষ তদন্ত দাবি জানাল মহিলা পরিষদ
- কবিতা : দাগ
- আয়েশা হতে চেয়েছিলেন দেশের প্রথম নারী কাজি
- রক্ত দিয়ে কেনা ভাষা
- `সফদার ডাক্তার`-এর ছড়াকার হোসনে আরা
- ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রটি হবে ঐতিহাসিক দলিল: তথ্যমন্ত্রী
- যশোরের মনকাড়া পাটালি গুড়ের নাম ছড়িয়েছে দেশজুড়ে
- ‘দ্য লেডি উইথ দ্য ল্যাম্প’ ফ্লোরেন্স নাইটিঙ্গেল
- স্বর্ণের দাম কমল প্রতি ভরিতে প্রায় ২ হাজার টাকা
- ভুলেও কান খোঁচাতে কটনবাড ব্যবহার করবেন না