ঢাকা, বৃহস্পতিবার ০৭, নভেম্বর ২০২৪ ১৬:০১:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্ট হিসেবে যেদিন শপথ নেবেন ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথমেই যে ৭ কাজ করবেন ট্রাম্প মার্কিন নির্বাচনে ৫ বাংলাদেশির জয় নির্বাচনে হেরে যা বললেন কমলা হ্যারিস ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানালেন কমলা ঢাকার রাস্তায় কেউ দোকান বসাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভাসানচরে যাচ্ছে আরও ৫ শতাধিক রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৬ এএম, ২৯ অক্টোবর ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে আরও ৫ শতাধিক রোহিঙ্গা স্বেচ্ছায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন।

সোমবার (২৮ অক্টোবর) মধ্যরাতে উখিয়া থেকে এসব রোহিঙ্গাদের বহনকারী বাস চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় বলে জানিয়েছেন, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (এআরআরআরসি) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।
তিনি জানান, সোমবার সন্ধ্যার পর থেকে স্বেচ্ছায় ভাসানচর যেতে আগ্রহী রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গনে একত্রিত হতে শুরু করে। সেখানে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কর্মকর্তারা।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছার পর এসব রোহিঙ্গাদের জাহাজে ভাসানচরের উদ্দেশ্যে পাঠানো হবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের তথ্য মতে, এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ২৩তম দফায় ১ হাজার ৫২৭ জন রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তরিত হয়েছিলেন। এর আগে ২২ দফায় মোট ৩২ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া হয়েছে। প্রথম দফায় ২০২০ সালের ৪ ডিসেম্বর রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছিল।

ভাসানচর স্থানান্তর প্রক্রিয়া চলমান রয়েছে এবং রোহিঙ্গা সংকট সমাধানে এটি একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।