মানবাধিকারকর্মী সুলতানা কামালের জন্মদিন আজ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৭ পিএম, ২২ জানুয়ারি ২০২১ শুক্রবার

মানবাধিকারকর্মী সুলতানা কামাল
সুলতানা কামাল একজন বাংলাদেশী মানবাধিকারকর্মী এবং রাজনীতিবিদ। তিনি রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা ইয়াজুদ্দিন আহমেদের সময়ে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ-এর উপদেষ্টা ছিলেন। প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির ইয়াজুদ্দিন আহমেদের সাথে দেশে সেনাবাহিনী মোতায়েন নিয়ে ধারাবাহিক মতবিরোধের কারণে পদত্যাগকৃত তিনজন উপদেষ্টার মধ্যে তিনি একজন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।
সুলতানা কামাল জন্মগ্রহণ করেন ১৯৫০ সালে। তার বাবা কামাল উদ্দিন আহমেদ এবং মা দেশের প্রখ্যাত নারীনেত্রী ও কবি সুফিয়া কামাল। সুলতানা কামাল লীলা নাগের নারীশিক্ষা মন্দিরে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে তিনি ঢাকার আজিমপুর বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তার স্বামীর নাম শ্রী সুপ্রিয় চক্রবর্তী।
সঙ্গীত কলেজে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন সুলতানা কামাল। তিনি বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বাংলাদেশ টোব্যাকো কোম্পানীতে নিযুক্ত হন। ১৯৭৬ সালে তিনি সিলেটের খাদিমনগরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করেন। তিনি ১৯৭৮ সালে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন। তিনি নেদারল্যান্ড থেকে ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স সম্পন্ন করেন। ১৯৯০ সাল পর্যন্ত তিনি হংকংয়ে ভিয়েতনামী ভাসমান লোকজনের উপর জাতিসংঘের আইনি পরামর্শক হিসেবে কাজ করেন। তিনি ২০১৬ সাল পর্যন্ত আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন।
১৯৭১ সালের মহান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সুলতানা কামাল কাজ করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ হাসপাতালে। আহত বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের সেবা করবার জন্য স্থাপিত হাসপাতালটি গড়ে তুলবার সময় থেকে শুরু করে যুদ্ধ শেষ হবার সময় পর্যন্ত সুলতানা কামাল (লুলু), তার ছোটবোন সাঈদা কামাল (টুলু), বেশ কয়েকজন নারী-যুবকসহ লন্ডন প্রবাসী দুজন ডাক্তার (ডা. মবিন এবং ডা. জাফরুল্লাহ) অক্লান্ত পরিশ্রম করে গেছেন। সুলতানা কামালের তেমন কোনো নার্সিং প্রশিক্ষণ ছিল না। তবে ছিল অদম্য ইচ্ছাশক্তি আর অপার সাহস। সেবা আর ভালোবাসা দিয়ে তারা সুস্থ করে তুলেছেন আহত মুক্তিযোদ্ধাদের। দেশ স্বাধীন হবার পর তারা নিজ বাড়িতে ফিরে আসেন।
- কোভিড মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করলেন গুতেরেস
- করোনার টিকা পেতে নিবন্ধন করেছে ৪১ লাখ ৮ হাজার ১৬৫
- প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল বিকেলে
- দেশে করোনায় ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু
- অগ্নিঝরা বায়ান্নর অগ্নিকন্যা রওশন আরা বাচ্চু
- জেনে নিন মিষ্টি আলুর নানা গুণের কথা
- চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৭০
- জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
- নাইজারে নির্বাচনের পর সহিংসতায় নিহত ২, গ্রেফতার ৪৬৮
- সিলেটে দুই বাসের মুখামুখি সংঘর্ষে নিহত ৭
- করোনায় একদিনে ৫ মৃত্যু, শনাক্ত ৪১০
- ভাষাকন্যা শরিফা খাতুন, অন্যন্য ইতিহাসের অংশ
- ভেনিজুয়েলায় ইইউ’র রাষ্ট্রদূত ইসাবেলকে অবাঞ্ছিত ঘোষণা
- উত্তরপ্রদেশে বিতর্কিত ‘লাভ জিহাদ’ বিল পাস
- তরুণদের কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
- রোকেয়া খাতুর রুবী চিরসবুজ পাতা
- করোনায় একদিনে প্রাণ গেল ১৬ জনের
- দু’টি কবিতা
- কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই
- রাজধানীতে শীতের পিঠা বিক্রির ধুম
- আনুশকা হত্যার নিরপেক্ষ তদন্ত দাবি জানাল মহিলা পরিষদ
- কবিতা# ফেরারী মন
- কবিতা : দাগ
- ‘৭ মার্চের ভাষণ: ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি গর্বিত’
- দেয়ালিকা উৎসবে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন তুলে ধরল শিক্ষার্থীরা
- বুদ্ধিজীবী হত্যাকাণ্ড: নরপিচাশদের পূর্ব পরিকল্পনা বাস্তবায়ন
- আয়েশা হতে চেয়েছিলেন দেশের প্রথম নারী কাজি
- আলোর দিশারী অধ্যাপক ডা. জোহরা বেগম কাজী
- শহীদ ডা. আয়েশা বেদোরা চৌধুরী: মৃত্যুহীন প্রাণ
- রক্ত দিয়ে কেনা ভাষা