ঢাকা, মঙ্গলবার ১৬, এপ্রিল ২০২৪ ১২:১৪:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাবির ৬৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যলয়ে ভর্তি জালিয়াতির ঘটনায় ৬৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত জালিয়াতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন এসব শিক্ষার্থী। তারা সবাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযোগপত্রভুক্ত আসামি।

আজ মঙ্গলবার ভর্তি জালিয়াতির ঘটনায় গঠিত শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়াও সাময়িকভাবে বহিষ্কারকৃত এসব শিক্ষার্থীকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না- এই মর্মে কারণ দর্শাতেও নির্দেশ দিয়েছে শৃঙ্খলা কমিটি।

এদিকে শিক্ষার্থীদের বহিষ্কার প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন,‘গোয়েন্দারের দেওয়া তথ্যের ভিত্তিতে যাচাই-বাছাই করে শৃঙ্খলা পরিষদের সভায় আমরা ৬৯ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। তারা যদি নিরপরাধ হয়ে থাকে তাহলে তা প্রমাণের সুযোগ আছে। ভর্তি জালিয়াতির সঙ্গে যুক্ত এই ৬৯ জন সাত কার্যদিবসের মধ্যে তাদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না-সে বিষয়ে কারণ দর্শাতে পারবে।’

এর আগে এ ঘটনায় ১৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি জালিয়াতির ঘটনায় এ পর্যন্ত মোট ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হলো।