ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ৬:১৯:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মাঝ নদীতে স্পিডবোট উল্টে শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৩ আগস্ট ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈরি আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ হয়েছে। মঙ্গলবার সকালে শিমুলিয়াঘাটে ক্রটিপূর্ণ স্পিডবোটে যাত্রী উঠানোর পর তা উল্টে ঢাকার মিরপুর-১২ নম্বর এলাকার দিন ইসলাম রনি (৮) নামে এক শিশু পদ্মায় পড়ে নিখোঁজ রয়েছে।

সেনাবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরীদল নিখোঁজ শিশুকে উদ্ধারে অভিযানে নেমেছেন।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সকাল সোয়া ৮টার দিকে ঢাকার মিরপুর ১২ নম্বরের সিদ্দিকুর রহমান তার তিন সন্তান নিয়ে শিমুলিয়া প্রান্তের স্পিডবোটে উঠেন। এ সময় স্পিডবোটে প্রায় ২০ জন যাত্রী ছিল। স্পিডবোটটি উল্টে গেলে অন্যান্য যাত্রীদের উদ্ধার করা গেলেও রনিকে উদ্ধার করা যায়নি। এরপর থেকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সহব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, উত্তাল পদ্মায় দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

-জেডসি