ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ৭:১৭:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত মমতার: সুরেন্দ্র সিং

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ব্যাপক সমালোচনা করেছেন বিজেপির বিধায়ক সুরেন্দ্র সিং। মমতার সমালোচনা করে তিনি বলেন, এনআরসি পশ্চিমবঙ্গেও প্রয়োগ করা হবে এবং তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি যদি বাংলাদেশিদের ধরে রাখতে চান, তাহলে তার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়াই ভালো।

সুরেন্দ্র সিং বলেন, মমতা ব্যানার্জির খারাপ দিন ঘনিয়ে এসেছে। বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে তিনি যদি রাজনীতি করতে চান তাহলে তার বাংলাদেশেই চলে যাওয়া উচিত। মুখ্যমন্ত্রীর যদি সাহস থাকে তাহলে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যান। তাতে শেষপর্যন্ত তার ভালোই হবে।

বিজেপির এই বিধায়ক আরও বলেন, পশ্চিমবঙ্গেও এনআরসি বাস্তবায়ন করা হবে। আর যারা ভারতের নাগরিক হিসেবে যোগ্যতা অর্জন করবেন না তাদের সম্মানজনকভাবে নিজেদের আসল দেশে পাঠিয়ে দেয়া হবে। বালিয়ার থেকে নির্বাচিত সুরেন্দ্র সিং বলেন, মমতা ব্যানার্জিকে পি চিদাম্বরমের মতোই উচিত শিক্ষা দেয়া উচিত।

এমনকি মমতার সমালোচনা করতে গিয়ে সুরেন্দ্র গত মে মাসে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির সাফল্যের কথা উল্লেখ করেন। এসময় তিনি রামায়ণের প্রসঙ্গ টেনে বলেন, লঙ্কার মানুষ হনুমানজিকে প্রবেশের অনুমতি দেয়নি। তবে তিনি সেখানে চলে যেতে পেরেছিলেন। একইভাবে যোগী আদিত্যনাথ এবং অমিত শাহও পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন এবং আমরা সেখানে অনেকগুলো আসন পেয়েছি। মমতা ব্যানার্জি হলেন বাংলার রাজনৈতিক রাণী (লঙ্কিনী)। সেখানে রাম নিজের পা রেখেছেন এবং এবার শিগগিরই সরকারে পরিবর্তন আসবে।

বিজেপির এই নেতা কটাক্ষের সুরে আরও বলেন, বাংলাতেও এনআরসি কার্যকর হবে এবং সব বাংলাদেশিদের হাতে দুই প্যাকেট খাবার ধরিয়ে শ্রদ্ধাপূর্বক তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, আসামে এনআরসির তীব্র প্রতিবাদ করেছেন মমতা। এমনকি মমতা স্পষ্ট ভাষায় বলেছেন, তিনি বেঁচে থাকতে পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেবেন না।

-জেডসি