ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ২২:১৫:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ওষুধ ভেবে কীটনাশক খেয়ে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৩ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

ভোলার দৌলতখান উপজেলায় ওষুধ ভেবে কীটনাশক খেয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। তার নাম লিপি বেগম (১৪)। বৃহস্পতিবার রাতে উপজেলার ছোটধলী ২ নম্বর ওয়ার্ডের পুকু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

লিপি বেগম ওই ওয়ার্ডের বাসিন্দা কৃষক মো. রশিদের মেয়ে।

জানা যায়, ঘটনার দিন লিপির বাবা সকালে জমিতে কীটনাশক ব্যবহার করে অবশিষ্ট ওষুধ বোতলে করে বাড়িতে নিয়ে আসেন। এরপর ওষুধের বোতলটি ঘরের টেবিলের ওপর রেখে দেন। এরমধ্যে কোনো এক সময় তার অসুস্থ মেয়ে ওষুধ মনে করে কীটনাশক খেয়ে ফেলে।

পরে তার বাবা ঘরে এসে হামাগুরি খাওয়া অবস্থায় মেয়েকে দেখতে পান। এ সময় তার চিৎকারে পাশের ঘরের লোকজন চলে আসে। পরে দৌলতখান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ভোলা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। কিন্তু ভোলা হাসপাতালে নেওয়ার সময় পথেই লিপি মারা যান।

দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) বোরহান জানান, এ ঘটনায় দৌলতখান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।