ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ৫:৩৮:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী জয়ের শক্তি, পরাজয়ের কারণ নয়: সানিয়া

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা বলেছেন, আজও নারীকেই সবকিছুর জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়। এটি মোটেও কাম্য নয়। নারীকে পরাজয়ের কারণ হিসেবে বিবেচেনা করা হয়। মনে রাখতে হবে, নারী জয়ের শক্তি, পরাজয়ের কারণ নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সরাসরি আনুশকা শর্মার পক্ষ নিয়ে বললেন, বিরাট কোহলির শূন্য করার পেছনে আনুশকার ভূমিকা কি করে থাকে!

সাক্ষাৎকারে সানিয়া মির্জা বলেন, ভারত বা পাকিস্তানের ক্রিকেট দলের সঙ্গে তাদের জীবনসঙ্গীর ভ্রমণকে নিরুৎসাহিত করা হয়। এ ছাড়া অনেক বিধিনিষেধ বেঁধে দেয়া হয়। এটা আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়।

গত বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্সে অসন্তুষ্ট হয়ে অনেকে আমাকে দোষারোপ করেছে উল্লেখ করে তিনি বলেন, কোনো একটা দলের খারাপ পাফরম্যান্সের জন্য আমি দায়ী হব কেন?

এর পর তিনি আনুশকা শর্মার কথা উল্লেখ করে বলেন, বিরাট শূন্য করলে তাতে কেন আনুশকাকে অভিযুক্ত করা হয়? মাঠে তো বিরাট, আনুশকা নয়! খেলার মাঠে জীবনসঙ্গীর উপস্থিতি মনোবল বাড়ায় বলে মনে করেন সানিয়া।

তিনি বলেন, খেলা শেষে শূন্যঘরে ফেরার থেকে কারও কাছে ফেরা বেশি আনন্দদায়ক। নারী কখনই দুর্বলতা নয়- শক্তি।

উল্লেখ্য, এর আগে বেশ কয়েকবার বিরাট কোহলির মাঠে খারাপ পারফরম্যান্সের জন্য আনুশকাকে বিরাটের ভক্তরা নেতিবাচক মন্তব্যে ভাসিয়ে দিয়েছেন।

আর সানিয়াকে বিশ্বকাপের সময় কটু মন্তব্য শুনতে হয় পাকিস্তানি তারকা ভিনা মালিকের কাছ থেকে।

-জেডসি