ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ৩:৪০:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হাইকোর্ট বিভাগের ৯ বিচারপতির শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২১ অক্টোবর ২০১৯ সোমবার

হাইকোর্ট বিভাগের ৯ বিচারপতির শপথ গ্রহণ

হাইকোর্ট বিভাগের ৯ বিচারপতির শপথ গ্রহণ

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া একজন নারী বিচারপতিসহ ৯ জন নতুন অতিরিক্ত বিচারপতি শপথ নিয়েছেন। আজ সোমবার সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী।

এর আগে গতকাল রোববার (২০ অক্টোবর) হাইকোর্ট বিভাগে ৯ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেন রাষ্ট্রপতি। রোববার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথগ্রহণের দিন হতে অনধিক দুইবছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ শপথগ্রহণের দিন থেকে কার্যকর হবে।

নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন-পিআরএলভোগরত জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলাম, পিআরএলভোগরত জেলা ও দায়রা জজ শাহেদ নূরউদ্দিন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ জজ-৫ ড. মো. আখতারুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদ হাসান তালুকদার, সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইবাদত হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী একেএম জহিরুল হক।