ঢাকা, মঙ্গলবার ২৩, এপ্রিল ২০২৪ ২৩:৩৯:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘যাকে দেখতে যেতাম সেই তো চলে গেল’: অর্মত্য সেন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫১ পিএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার

তখন হাভার্ডে ক্লাস নিচ্ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং প্রফেসর অমর্ত্য সেন ৷ সেসময়ই সুদূর ভারত থেকে খারাপ খবর বয়ে নিয়ে এল একটি ফোন ৷ প্রাক্তন স্ত্রী-প্রখ্যাত সাহিত্যিক নবনীতা দেবসেন আর নেই ৷ ভারতীয় সময় সন্ধে ৭.৩৫-এ সকলকে ছেড়ে পরলোক পাড়ি দিয়েছেন তিনি ৷

একটা দীর্ঘশ্বাস, বহু ধুলো পড়ে যাওয়া স্মৃতি এক ঝলকে ভেসে এল চোখের সামনে ৷ ভারাক্রান্ত গলায় ঘনিষ্ঠমহলে বললেন, ‘কি হবে আর কলকাতায় ফিরে! যার সঙ্গে দেখা করতে যেতাম সেই তো আর নেই ৷ চলে গিয়েছেন আমাদের ছেড়ে ৷’

১৯৬০ সালে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রখ্যাত সাহিত্যিক নবনীতা দেবসেন ৷ তবে দুজনেই ১৬ বছরের দাম্পত্যে ইতি টানেন ১৯৭৬ সালে ৷ সাংবাদিক-সম্পাদক অন্তরা ও অভিনেত্রী-সমাজকর্মী নন্দনা দেবসেন তাদের কন্যা ৷

বৃহস্পতিবার কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন সাহিত্যিক নবনীতা দেবসেন ৷ বয়স হয়েছিল ৮১ বছর ৷ ক্যানসার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি ৷ অঙ্গপ্রতঙ্গ বিকল হয়ে যায় তার ৷ ১৯৯৯-তে সাহিত্য অকাদেমি পান ৷ ২০০০ সালে পদ্মশ্রী পান প্রয়াত এই সাহিত্যিক ৷

নবনীতা দেবসেনের প্রয়াণে শোকের ছায়া বাংলা সাহিত্যজগতে ৷

সূত্র : News18 Bangla