ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১৮:২০:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রংপুর এক্সপ্রেসে ভয়াবহ আগুন, হতাহতের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস টেনের আটটি বগি লাইনচ্যুত হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনটি সকালে ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার পর উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, সকালে ঢাকা থেকে রংপুর যাচ্ছিল আন্তঃনগর রংপুর এক্সপ্রেস। দুপুর দুইটার দিকে উল্লাপাড়া রেলস্টেশনে ঢোকার মুখে ট্রেনটির আটটি বগি লাইনচ্যুত হয়। এরপর মুহূর্তের মধ্যেই ইঞ্জিনসহ ট্রেনটির সাতটি বগিতে আগুন ধরে যায়।দুর্ঘটনার পর কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেকের বেশি চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

দুর্ঘটনায় কয়েকশ গজ রেললাইন উপড়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে ঢাকার সঙ্গে দক্ষিণ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ।এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটিতে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়।

গত মঙ্গলবার ভোররাত তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার  মন্দবাগ এলাকায় তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত হয়। আহত হয়েছেন অর্ধশতাধিক।

-জেডসি