ঢাকা, বৃহস্পতিবার ২৮, মার্চ ২০২৪ ২২:৩২:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সামোয়ায় হামে আক্রান্ত হয়ে শিশুসহ ৫৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২০ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সামোয়ায় হামে আক্রান্ত হয়ে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। এরপরই প্রশান্ত মহাসাগরে অবস্থিত ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রের সব স্কুল বন্ধ করে দেয়ার পাশাপাশি সেখানে ভ্রমণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, দেশটির মাত্র ৩১ শতাংশ মানুষের হামের টিকা নেয়া হয়েছে।  

সামোয়ার সরকার সোমবার জানিয়েছে, মাত্র ২ সপ্তাহে মৃত্যুর সংখ্যা ১০ গুণ বৃদ্ধি পেয়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। দুই লাখ জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত ৩ হাজার ৭০০ জনের বেশি মানুষ হাম আক্রান্ত হয়েছে।

সামোয়ার প্রধানমন্ত্রীর অফিসের প্রেস সেক্রেটারি নানাই লাভেইটিগা টুইলেটুফুগা আল জাজিরাকে বলেছেন, একরাতেই ৫ শিশুর মৃত্যু হয়েছে।

নানাই লাভেইটিগা বলেন, এখন পর্যন্ত ৫৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫০ জনের বয়স ১৫ বছরের কম। বাকিদের বয়স ১ বছরের কম।  গত ২৪ ঘণ্টায় ১৯৮ জন হাম রোগে আক্রান্ত হয়েছে। এছাড়া, প্রায় দুই-তিন হাজার সরকারি কর্মচারী তাদের কাজ স্থগিত করে বাড়ি বাড়ি গিয়ে টিকাদান কর্মসূচিতে সহায়তা করবেন।

উল্লেখ্য, বিশ্বজুড়েই হাম রোগের ঘটনা বাড়ছে। ধর্মীয় কারণ কিংবা ভয় বা অন্য কারণে অনেকেই হামের টিকা নেয়া থেকে বিরত থাকেন বলে জার্মানি ও যুক্তরাষ্ট্রের মতো দেশেও হাম রোগের ঘটনা বৃদ্ধি পেয়েছে।

-জেডসি