ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১৪:৪২:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বর্ষসেরা নারী ফুটবলার মেগান রাপিনো

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২১ পিএম, ৩ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

একটা বছরের সার্বিক পারফর্মেন্সের পর্যালোচনায় এবারের ব্যালন ডি’অর বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন যুক্তরাষ্ট্রের মেগান রাপিনো। ফ্রান্সের রাজধানী প্যারিসে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানে তাকে বর্ষসেরা খেতাবে ভূষিত করা হয়।

ব্যালন ডি’অর বর্ষসেরা নারী ফুটবলার রাপিনো সেরা হতে পেছনে ফেলেন- ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ ও আরেক মার্কিন নারী অ্যালেক্স মরগানকে।

ফ্রান্সে অনুষ্ঠিত হওয়া ২০১৯ নারী বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে শিরোপা পেতে দারুণভাবে সহায়তা করেন রাপিনো। আসরটিতে দুর্দান্ত খেলার কারণে তিনি গোল্ডেন বল ও গোল্ডেন শু জেতেন। এর আগে রাপিনো ফিফা দ্য বেস্ট নারী ফুটবলারের পুরস্কারও জেতেন।

উল্লেখ্য, ১৯৫৬ সালে বর্ষসেরা ফুটবলারের খেতাব ব্যালন ডি'অর চালু হয়।  এরপর থেকে এবার নিয়ে ষষ্ঠবারের মত বর্ষসেরার শিরোপা জয় করে রেকর্ড গড়েন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। এতদিন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে পাঁচবার করে পুরস্কারটি জিতে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি।

-জেডসি