ঢাকা, মঙ্গলবার ২৩, এপ্রিল ২০২৪ ১৭:১০:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মালদ্বীপকে ২৪৯ রানে হারাল সালমারা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

নিগার সুলতানা ও ফারজনা হকের সেঞ্চুরিতে বাংলাদেশ ২৫৫ রানের বিশাল রানের পাহাড় গড়ে।

নিগার সুলতানা ও ফারজনা হকের সেঞ্চুরিতে বাংলাদেশ ২৫৫ রানের বিশাল রানের পাহাড় গড়ে।

এসএ গেমসে মেয়েদের ক্রিকেটে বৃহস্পতিবার মালদ্বীপকে ২৪৯ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।  গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয়ের পর এবার শেষ ম্যাচেও মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে সালমারা।

পোখারায় গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ নির্ধারিত ওভারে ২৫৫ রান করে। বিস্ফোরক ব্যাটিংয়ের পর বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬ রানে মালদ্বীপকে গুড়িয়ে দেয় বাংলাদেশ।

নিগার সুলতানা ও ফারজনা হকের সেঞ্চুরিতে বাংলাদেশ ২৫৫ রানের বিশাল রানের পাহাড় গড়ে। নিগার ৬৫ বলে ১৪টি চার, ৩টি ছয়ের মারে ১১৩ রান করেন।

অপর দিকে কোনো ছয়ের মার ছাড়াই মাত্র ৫৩ বলে ২০টি চারের মারে ১১০ রানের ঝোড়ো ইনিংস খেলেন ফারজানা হক।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে সালমা খাতুন ও ঋতু মণি নেন তিনটি করে উইকেট। এর আগে নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন সালমারা।

নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারানো বাংলাদেশ পরের ম্যাচে নেপালকে হারায় ১০ উইকেটে। শুক্রবার নেপাল ও শ্রীলঙ্কা ম্যাচের বিজয়ী দল ফাইনালে খেলবে বাংলাদেশের বিপক্ষে। ফাইনাল হবে রোববার।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ২৫৫/২ (শামীমা ৫, সানজিদা ৭, নিগার ১১৩*, ফারজানা ১১০*; শাম্মা ১/৩৮)

মালদ্বীপ: ১২.১ ওভারে ৬/১০ (শাম্মা ২; রিতু মনি ৪-৩-১-৩, সালমা ৩.১-১-২-৩, পূজা ২-১-১-০, রাবেয়া ২-১-১-১, নাহিদা ১-১-০-১)

ফল: বাংলাদেশ ২৪৯ রানে জয়ী।