ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ০:০৪:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিউজিল্যান্ডে অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ১৩

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৯ এএম, ১১ ডিসেম্বর ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নিউজিল্যান্ডের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ৩১ জন এবং আরও ৪৭ জন নিখোঁজ রয়েছেন। দেশটির জনপ্রিয় পর্যটন এলাকা হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরি হঠাৎ জেগে উঠলে অগ্ন্যুৎপাত শুরু হয়।

বুধবার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডের সুপ্ত আগ্নেয়গিরিটি হঠাৎ জেগে উঠলে অগ্ন্যুৎপাত শুরু হয়। এসময় শতাধিক পর্যটক ওই এলাকায় অবস্থান করছিলেন।

এখনো অনেকেই ওই আইল্যান্ডে আটকা পড়ে রয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যাচ্ছে না। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সেন্ট জন অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানায়, আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণে গতকাল থেকেই এখানে অবস্থান করছি। প্রায় ৩১ জন আহত হয়েছেন বলে ধারণা করছে তারা। ভ্রাম্যমাণ মেডিক্যাল ইউনিট পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

-জেডসি