ঢাকা, মঙ্গলবার ২৩, এপ্রিল ২০২৪ ১২:৪১:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মঙ্গলবার শুরু হচ্ছে স্কুল ব্যাডমিন্টন

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫২ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার

মঙ্গলবার শুরু হচ্ছে স্কুল ব্যাডমিন্টন

মঙ্গলবার শুরু হচ্ছে স্কুল ব্যাডমিন্টন

প্রায় দুই দশক পর আগামী মঙ্গলবার মাঠে গড়াচ্ছে জাতীয় স্কুল (অনূর্ধ্ব-১৪) ব্যাডমিন্টন প্রতিযোগিতা। মৃত:প্রায় এ আসরটি শুরুর জন্য উদ্যেগে নিয়েছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। জাতীয় এ সংগঠনটির আহ্বানে সারা দেশের ৬০টি স্কুলের প্রায় দুই শতাধিক শাটলার অংশ নিচ্ছে টুর্নামেন্টে।

আগামি ১৪ জানুয়ারি পল্টন ময়দানস্থ শহীদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এবারের আসরের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম.পি।

বালক একক, বালক দ্বৈত, বালিকা একক ও বালিকা দ্বৈত ইভেন্টের শিরোপা জন্য লড়াই করবেন ক্ষুদে শাটলাররা।

আসন্ন এ টুর্নামেন্টকে সামনে রেখে রোববার রাজধানীর ব্যাডমিন্টন ফেডারেশনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির সচিব ওয়াহিদুজ্জামান রাজু।

এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সিইও মশিউর রহমান, মিডিয়া কমিটির চেয়ারম্যান শাপলা আক্তার, সাবেক জাতীয় চ্যাম্পিয়ন গুনগুন রহমান দোলা, স্পন্সর প্রতিষ্ঠান লিডসাসের সিইও সাদিক।

টুর্নামেন্ট কমিটির সচিব রাজু আহমেদ বলেন, এ আসর তিন দিনব্যাপী চলবে। ঢাকার বাইরের অনেকগুলো স্কুল এন্ট্রি করেছে। আশার চেয়ে বেশি সাড়া পেয়েছি।

তিনি আরও বলেন, ফেডারেশন থেকে আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে। এছাড়াও কয়েকটি স্পন্সর প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে। আশা করি পেয়ে যাবো। স্পন্সর না পেলেও আমরা আমাদের এ টুর্নামেন্ট শেষ করবো। কারণ আমাদের লক্ষ্য এ আসর থেকে প্রতিভাবান শাটলার খুঁজে বের করা।

তিনি বলেণ, আমাদের নিজস্ব কোচদের মাধ্যমে এখান থেকে ২০জন ক্ষুদে শাটলারকে বাছাই করবো। বাছাইকৃতদের নিয়ে স্কুল বন্ধকালীন সময়ে বছরে তিনমাস ক্যাম্প করবো। এখান থেকে যদি একজন শাটলারও বের করে আনতে পারি, তাহলে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ হবে।

ফেডারেশনের সিইও মশিউর রহমান বলেন, আমরা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদকে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি। আর আর্থিকভাবে কোন সহযোগিতা করা যায় কি না- সেটা নিয়ে আলোচনা করবো।