ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ৫:৫০:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পাকিস্তান–আফগানিস্তানে তুষারপাতে প্রাণহানি অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১৪ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারী তুষারপাত আর বৃষ্টির কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আফগানিস্তান ও পাকিস্তানের কিছু অংশে নারী- শিশুসহ অর্ধশতাধিকের বেশি মানুষ প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। এদের মধ্যে পাকিস্তানের আজাদ কাশ্মীর, পাঞ্জাব ও বেলুচিস্তানে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। আফগানিস্তানে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পাকিস্তানের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা বেলুচিস্তান। সেখানকার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ইমরান জারকন বলেন, ভারী তুষারপাতে বাড়ির ছাদ ভেঙে কয়েকজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ১৪ জনের। ভারী তুষারপাতের কারণে রাস্তায় প্রায় ছয় ইঞ্চি পুরু বরফের স্তর জমে আছে।

পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, পাঞ্জাবপ্রদেশে ১১ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টির কারণে সৃষ্ঠ বন্যায় কিছু এলাকায় বাড়ির অনেক অংশ ডুবে আছে।

ভারী তুষারপাতের কারণে বেলুচিস্তানের যোগাযোগব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আফগানিস্তানে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মারা গেছে ১৮ জন। তাদের মধ্য নারী ও শিশুর সংখ্যাই বেশি।

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা হাসিবুল্লাহ শিখানি সাংবাদিকদের জানান, ভারী তুষারপাতের কারণে আফগানিস্তানের হাইওয়ে বন্ধ রাখা হয়েছে। প্রচণ্ড ঠাণ্ডায় কান্দাহারে আটজন, হেরাতে সাতজন ও হেলমান্দপ্রদেশে তিনজনের মৃত্যু হয়েছে।

কাবুলের তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝুঁকি নিয়েই কর্মক্ষেত্রে যাচ্ছেন লোকজন। সূত্র: আলজাজিরা ও দ্য ডন

-জেডসি