ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১:১৬:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার জয়জয়কার

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আকাশছোঁয়া জয় পেল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এর ফলে শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার তথা দেশ পরিচালনার সুযোগ পেল দলটি। আর শেখ হাসিনা রেকর্ড পরিমান চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হতে চলেছেন।

এ নিয়ে দেশীয় গণমাধ্যমগুলোর পাশাপাশি সুপরিচিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রধান শিরোনামেও স্থান পেয়েছে শেখ হাসিনার বিজয়ের খবর। 

রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত দেশব্যাপী ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর থেকে নির্বাচনের বিভিন্ন আসন ও কেন্দ্রের ফলাফল আসতে শুরু করলে সেগুলো দেশীয় গণমাধ্যমগুলোর পাশাপাশি বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশ করতে থাকে। রাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের নেতৃত্বাধীন মহাজোটের বিজয় এক প্রকার নিশ্চিত হলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে শেখ হাসিনার বিজয়ী নিয়ে সংবাদ প্রকাশিত হতে থাকে।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশিত প্রধান শিরোনামে শেখ হাসিনার বিজয় নিয়ে লেখা হয়- হাসিনা ‘বাংলাদেশ নির্বাচন জিতেছে’ যেখানে বিরোধীরা ভোট প্রত্যাখ্যান করে। 

বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরের শিরোনাম হলো- শেখ হাসিনার বিজয় সুরক্ষিত যেখানে পুনঃনির্বাচনের দাবি বিরোধীদের। 

ভারতের এনডিটি এবং জি নিউজ শেখ হাসিনার বিজয়ের খবর পরিবেশন করেছে। দুইটি গণমাধ্যমের ওয়েবসাইটেই শেখ হাসিনার ‘বিজয় চিহ্ন’ সম্বলিত ছবি প্রকাশিত করা হয়। 

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে লেখা খবরে এনডিটির শিরোনাম ছিলো- নির্বাচন জয় শেখ হাসিনার। আর জি নিউজের খবরের শিরোনাম ছিলো- শেখ হাসিনার আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে; পুনরায় ভোট গ্রহণের দাবি বিরোধীদের। 

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন এও শেখ হাসিনার বিজয়ের খবর প্রকাশ করেছে। তারা লিখেছে - বাংলাদেশের শেখ হাসিনার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত; পুনঃনির্বাচনের দাবি বিরোধীদের। 

জানা গেছে, এখন পর্যন্ত নির্বাচন কমিশন ২৯৮টি আসনের বেসরকারি ফল ঘোষণা করেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা) ২৬৬টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্টতা পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে জাতীয় পার্টি (লাঙ্গল) ২২টি। বিএনপি ৬টি এবং অন্যান্যরা ৪টি আসন পেয়েছে।