ঢাকা, বৃহস্পতিবার ২৮, মার্চ ২০২৪ ১৮:৫১:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফেসবুক বিড়ম্বনায় অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার

চলচ্চিত্র অঙ্গনে তারকা শিল্পীদের নামে ফেসবুকে অসংখ্য ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খোলা হয়। এ ধরনের পেজ বা অ্যাকাউন্ট থেকে ভক্তদের নানাভাবে ব্ল্যাকমেইল করা হয়। এছাড়াও অনেক তারকাশিল্পীর অভিযোগ, ভুয়া অ্যাকাউন্ট থেকে টাকা চাওয়া হয়। ভুয়া পেজ বা অ্যাকাউন্টের কারণে প্রায়ই বিপাকে পড়তে হয় শিল্পীদের। এবার তেমনই এক সমস্যার মুখোমুখি হলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বর্তমানে ফেসবুকে তার নামে একটি ভেরিফায়েড পেজ রয়েছে। তবে তার ব্যক্তিগত অ্যাকাউন্টটি ভেরিফায়েড না। আর এ সুযোগে অপু বিশ্বাস নামে খোলা হচ্ছে একাধিক ভুয়া অ্যাকাউন্ট। এ নিয়ে দারুণ চিন্তিত এই চিত্রনায়িকা।

অপু বিশ্বাস বলেন, ‘সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে খুব সহজে ভক্তদের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু এ মাধ্যমেও নানা সময়, নানা ধরনের জটিলতার মুখে পড়তে হয় আমাদের। আমার নামে ফেসবুকে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট আছে। এ নিয়ে প্রায়ই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় আমাকে। এসব অ্যাকাউন্ট থেকে নাম ভাঙ্গিয়ে ভক্তদের সঙ্গে কথা বলে অন্য কেউ। আমি এমন অসংখ্য অভিযোগ পেয়েছি। তাই বাধ্য হয়ে ভেরিফায়েড পেজ থেকে ভুয়া অ্যাকাউন্টটি শেয়ার করলাম।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি আমার ভক্তদের অনুরোধ করব, তারা যেন আমার ভেরিফায়েড পেজে যুক্ত থাকেন। এ পেজের মাধ্যমেই তারা আমার সর্বশেষ কাজ ও খোঁজ-খবর পাবেন। আর আমার নামে থাকা অন্যসব পেজ বা অ্যাকাউন্টে তারা যেন রিপোর্ট করেন। ফলে ভুয়া পেজ থেকে হয়রানির ঘটনা অনেকটাই কমে আসবে।’