ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ২৩:১৬:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্কুলে বন্দুকধারীর হামলায় ব্রাজিলে শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩০ পিএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্রাজিলের সাও পাওলোতে একটি স্কুলে দুই মুখোশধারীর হামলায় শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। হুডি ও মুখোশপড়া ওই দুই ব্যক্তি বন্দুক, ছুরি ও তীর দিয়ে হামলা চালিয়ে তাদের হত্যা করার পর তারা আত্মহত্যা করে। আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে সাও পাওলো রাজ্যের রাউল ব্রাসিল এলিমেন্টারি স্কুলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজ্যের সামরিক পুলিশ বিভাগ জানিয়েছে, সুজানোতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে একব্যক্তি এলোপাতাড়ি গুলি করলে বেশ কয়েকজন নিহত হয়েছেন।

সাও পাওলো রাজ্যের গভর্নর জাওয়া দোরিয়া এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘আমি বন্দুক হামলার খবর জানতে পেরেছি। শিক্ষার্থীদের নৃশংসভাবে হত্যা করেছে ওই বন্দুকধারীরা। স্কুলটি বর্তমানে বন্ধ করে দেয়া হয়েছে।

ব্রাজিল বিশ্বের সবচেয়ে সহিংসতাপূর্ণ একটি দেশ হলেও সেখানে স্কুলে বন্দুক হামলার ঘটনা একেবারে বিরল। দেশটিতে এর আগে স্কুলে সবচেয়ে বড় হামলাটি হয়েছিল ২০১১ সালে। রিওডি জেনেরিওতে সাবেক এক শিক্ষার্থীর হামলায় তখন ১২টি শিশু মারা গিয়েছিল।

-জেডসি