ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ৩:৩৯:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আইসিসি’র বর্ষ সেরা নারী টি-২০ দলের ক্যাপ পেলেন রুমানা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৩ পিএম, ২৪ মার্চ ২০১৯ রবিবার

আইসিসি’র বর্ষ সেরা নারী টি-২০ দলের ক্যাপ পেলেন রুমানা

আইসিসি’র বর্ষ সেরা নারী টি-২০ দলের ক্যাপ পেলেন রুমানা

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) ২০১৮ বর্ষ সেরা নারী টি-২০ দলের ক্যাপ পেলেন রুমানা আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আজ শনিবার এ কথা জানানো হয়।

বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসি দলে জায়গা পেয়েছেন রুমানা। ২০১৮ বর্ষপঞ্জিতে নারী ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ উইকেট শিকার করেন বাংলাদেশ দলের ডান হাতি লেগ স্পিনার। ২০১৮ নারী টি-২০ বিশ্বকাপের চার ম্যাচে চারটিসহ মোট ২৪ ম্যাচে ৩০ উইকেট শিকার করার স্বীকৃতি হিসেবে আইসিসি দলে জায়গা পান রুমানা।

আইসিসির প্রদত্ত এই স্মারক ক্যাপ পেয়ে দারুণ খুশি রুমানা।

তিনি বলেন, ‘বর্ষসেরা দলের সদস্য হলে আইসিসির পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হয়, জানতাম। আমি নিজেও এই সম্মাননার জন্য বেশ উৎসুক। পেয়েছে, যার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। অনেক আনন্দ লাগছে।’

রুমানা বলেন, ‘এই বছরে আন্তর্জাতিক ম্যাচ আমরা তেমন খেলিনি। সামনে হয়তো আরও ম্যাচ আছে। আরও ভালো খেলার চেষ্টা করবো।’

আইসিসি ঘোষিত দলে সর্বোচ্চ পাঁচ জন রয়েছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়। এ ছাড়া ভারতের তিন, নিউজিল্যান্ডের দুই এবং বাংলাদেশ ও ইংল্যান্ডের রয়েছে একজন করে খেলোয়াড়।

এই সম্মাননা পাওয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে সাধুবাদ জানিয়েছে।