ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ৭:৪৩:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাগরে লঘুচাপ: বৃষ্টি থাকবে আরও তিনদিন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের বিভিন্ন স্থানে আগামী দুই থেকে তিনদিন ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও হালকা শিলা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আগামী বুধবার পর্যন্ত সারাদেশে ঝড় ও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

-জেডসি