ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ০:২৭:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রমনায় ছায়ানটের বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ১৪ এপ্রিল ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর ঐতিহাসিক রমনার বটমূলে চলছে ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠান। রোববার ভোর সোয়া ৬টায় এ অনুষ্ঠান শুরু হয়। বর্ষবরণের ৫২তম এই আয়োজনের মূল প্রতিপাদ্য- ‘অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ’।

সামাজিক সকল অনাচারের বিরুদ্ধে মানুষের মনে শুভবোধ জাগিয়ে তোলার মানস নিয়ে গানে গানে ১৪২৬ বঙ্গাব্দকে বরণ করে নিলো ছায়ানটের শিল্পীরা। বর্ষবরণ ১৪২৬ রমনার বটমূল থেকে সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার।

এদিকে, ছায়ানটের আয়োজনে শামিল হতে ভোরেই রমনার বটমূলে নানা শ্রেণি-পেশা ও বয়সের মানুষের সমাগম ঘটে। তাদের পরনে ছিল রঙিন পোশাক। তাদের উচ্ছ্বাস প্রকাশ জানান দিচ্ছিল যে তারা এই উৎসবে একাত্ম।

রমনার এই অনুষ্ঠানকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তাব্যবস্থা। নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। রমনায় প্রবেশের ক্ষেত্রে করা হয় তল্লাশি।

-জেডসি