ঢাকা, বুধবার ১৭, এপ্রিল ২০২৪ ৪:৩৯:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ম্যানিলায় ৬.৩ মাত্রায় ভূমিকম্প, নিহত অনেক

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৩ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্সের প্রধান আইল্যান্ড৷ সোমবার এই কম্পনের তীব্রতা ৬.৩ ম্যাগনিটিউড ছিল বলে জানা যায়৷ এই ভয়াবহ কম্পনে অনেকের প্রাণ গেছে৷ ধ্বংস হয়েছে বহু ঘর-বাড়ি৷

ইউএসজিএস থেকে জানা গেছে, ম্যানিলার উত্তর-পশ্চিমে এই কম্পন টের পাওয়া যায়৷ এর গভীরতা ছিল ৪০কিলোমিটার৷ পম্পাঙ্গা প্রদেশের গভর্ণর এটি রেডিও স্টেশনে জানা, এই ভমিকম্পে অনেকে নিহত হয়েছেন৷ সংবাদ মাধ্যমে ক্লার্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টসহ বহু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর উঠে আসছে৷

এর আগে গত ১২ এপ্রিল, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শুক্রবার একটি ভূকম্পন আঘাত হানে৷ কেঁপে ওঠে গোটা ইন্দোনেশিয়া৷ মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস এই গোটা ভূমিকম্পের তথ্য প্রকাশ করে৷

তবে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে এই কম্পনের উৎস হলেও, সেভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যায়৷ ইউএসজিএস জানায়, গোরোনতালো প্রদেশ থেকে ৪৩ কিমি মাটির গভীরে ও ২৮০ কিমি দক্ষিণে ছিল এর উৎস৷