ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ২২:৩৯:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রেমের টানে বাংলাদেশে আসা ভারতীয় কিশোরী ফিরল বাড়িতে

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৬ পিএম, ৯ জুন ২০১৯ রবিবার

প্রেমের টানে কাঁটাতারের সীমান্ত বাধা পেরিয়ে ভারতীয় কিশোরী ঢুকে পড়েছিল বাংলাদেশে৷ তারপর নানা শলা পরামর্শের পালা চুকিয়ে প্রেমিককে দেখে তবেই শান্তি প্রেমিকার৷ আপাতত তাকে বর্ডার গার্ড বাংলাদেশ ফেরত পাঠিয়েছে৷

পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটা খারিদা হরিদাস গ্রামের বাসিন্দা রাজিয়া খাতুন৷ তার সঙ্গে প্রেমের সম্পর্ক বাংলাদেশের কুড়িগ্রামের ফুলবাড়ীর বাসিন্দা জাহিদ হাসানের৷ কিন্তু দেখা হয়না তাদের৷ অগত্যা ঝুঁকি নিয়ে সীমান্ত পার হওয়ার কথাই মাথায় এসেছিল রাজিয়ার৷ সেই মতো গোপনে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে এসেছিল সে৷ তারপর রাজিয়া পৌঁছে গিয়েছিল তার প্রেমিকের বাড়ি৷

রাজিয়ার কাছে সব শুনে মাথায় হাত পড়ে জাহিদের আত্মীয়দের৷ তারাই তড়িঘড়ি করে যোগাযোগ করেন কুড়িগ্রামের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে৷ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয় রাজিয়া৷ তাকে নিয়ে শুরু হয় টানাপোড়েন৷ 

এদিকে বাড়ির মেয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গিয়েছে এটা জানতে পেরেই রাজিয়ার পরিবার যোগাযোগ করে বিএসএফের সঙ্গে৷ তার ছবি ও বিবরণ দিয়ে বিএসএফ বার্তা পাঠায় বিজিবিকে৷ তথ্য মিলে যেতেই বিজিবি ও বিএসএফের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়৷

অবশেষে বাংলাদেশ থেকে ফের পশ্চিমবঙ্গে ফেরত পাঠানো হয়েছে রাজিয়াকে৷ সে ফিরে গিয়েছে কোচবিহারে তার বাড়িতে৷ তবে শ্বশুরবাড়ি যাওয়ার স্বপ্ন তার দুচোখজুড়ে৷