ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ৩:৩২:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিথ্যাচার করছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ১২ জুন ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার মিথ্যাচার করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করেন তিনি। এ সময় জানান, ‘তারা বলছে- বাংলাদেশের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হচ্ছে। তবে বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে এক পায়ে খাড়া।’

ব্রিফিংয়ে রোহিঙ্গা সংকটের সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করে তাদের সহায়তা চান তিনি।

ব্রিফিং শেষে ড. একে মোমেন বলেন, জাপানের ফিউচার এশিয়া সম্মেলনে মিয়ানমারের এক মন্ত্রী বলেছেন- বাংলাদেশের কারণেই রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হচ্ছে। এটি ডাহা মিথ্যা কথা।

‘মিয়ানমার রোহিঙ্গাদের নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটি তারা রাখছে না। রাখাইনে ৮০০ গ্রামের মধ্যে তারা মাত্র দুটির পরিস্থিতি ভালো দেখিয়ে বলছে, সেখানে কোনো সমস্যা নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘আমরা বিদেশি কূটনীতিকদের রোহিঙ্গা পরিস্থিতি ব্যাখা করেছি। এ বিষয়ে তারা কি করবে; সেটি তাদের সিদ্ধান্ত। তবে আমরা তাদের সহায়তা চেয়েছি।’

ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, ভারত, সুইজারল্যান্ড, নরওয়ে, সুইডেন, ব্রাজিল, ফিলিস্তিনসহ বিভিন্ন দেশের মিশনের প্রতিনিধিরা ছিলেন। এছাড়া জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি অংশ নেন।

-জেডসি