ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১১:৩১:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

১৬ দফা দাবিতে বুয়েট ভিসির কার্যালয়ে তালা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২০ পিএম, ১৮ জুন ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : ১৬ দফা দাবিতে চলমান আন্দোলনের চতুর্থ দিনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার  সকালে এ ঘটনা ঘটে বলে ক্যাম্পাস সূত্রে জানা গেছে।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনের ব্যাপারে যন্ত্র প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করার পর উপাচার্যের সঙ্গে দেখা করতে যাবেন। এরপর, তারা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিকাল ৩টা পর্যন্ত অবস্থান করবেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- বুয়েট গেটের জন্য সিভিল-আর্কিটেকচার ডিপার্টমেন্টের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করতে হবে ও ডিজাইনের জন্য শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা আয়োজন করার অফিসিয়াল নোটিশ দিতে হবে, বিতর্কিত নতুন ডিএসডাব্লিউকে (ছাত্রকল্যাণ পরিচালক) অপসারণ করে ছাত্রবান্ধব ডিএসডাব্লিউ নিয়োগ দিতে হবে, ছাত্রী হলের নাম ‘সাবেকুন নাহার সনি হল’ হিসেবে নামকরণ করতে হবে, ১০৮ ক্রেডিট অর্জনের পর ডাবল সাপ্লি দেওয়ার যে পদ্ধতি গত টার্মে চালু হয়েছিল সেটা পুনর্বহাল রাখতে হবে, আবাসিক হলগুলোর অবকাঠামোগত যেসব কাজ উপাচার্যে অফিসে আটকে আছে সেটা ক্লিয়ার করতে হবে, সিয়াম-সাইফ সুইমিংপুল কমপ্লেক্স স্থাপনের জন্য উপাচার্যের সিগনেচারে নোটিশ দিতে হবে, নির্মাণাধীন টিএসসি ভবন ও নেম ভবনের কাজ শুরু করতে হবে, নিয়মিত শিক্ষক মূল্যায়ন প্রোগ্রাম চালু করতে হবে, বুয়েটের যাবতীয় লেনদেনের ডিজিটালাইজেশান প্রক্রিয়ার অফিশিয়াল উদ্যোগ নিতে হবে, নির্বিচারে ক্যাম্পাসের গাছ কাটা বন্ধ করতে হবে, কেন গাছ কাটা হয়েছে সেটার ব্যাখ্যা দিতে হবে, যতগুলো গাছ কাটা হয়েছে তার দ্বিগুণ গাছ উপাচার্যকে উপস্থিত থেকে লাগাতে হবে, গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে, প্রাতিষ্ঠানিক মেইল আইডি দিতে হবে, বুয়েট ওয়াইফাই আধুনিকায়ন করতে হবে, ব্যায়ামাগার আধুনিকায়ন করতে হবে, বুয়েট মাঠের উন্নয়ন করতে হবে এবং পরীক্ষার খাতায় রোলের পরিবর্তে কোড সিস্টেম চালু করতে হবে।

প্রসঙ্গত, উল্লিখিত ১৬ দফা দাবি আদায়ে শিক্ষার্থীরা গেল শনিবার (১৫ জুন) থেকে আন্দোলন করে যাচ্ছে।

-জেডসি