ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ৮:১৮:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে সোমবার থেকে জেলা প্রশাসকদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ কথা বলেন।

তিনি বলেন, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে আগেই জানানো হয়েছিল। এ জন্য ৩০ জুন পর্যন্ত সময়ও দেয়া হয়েছিল। সেই সময় গতকাল রোববার শেষ হয়েছে।

‘তাই এখন থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধে ব্যবস্থা নেয়া হবে।’

তথ্যমন্ত্রী বলেন, যারা আইন মানবেন না, তাদের দুই বছরের জেল ও জরিমানা করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হাছান মাহমুদ বলেন, সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরিয়ে নেয়ার ব্যাপারে জনগণের মধ্যে জোরালো অভিমত আছে।

শিগগির নবম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণা করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী।


-জেডসি