ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ৬:৩৬:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্যানিটারি ন্যাপকিন-ডায়াপারের ভ্যাট-শুল্ক প্রত্যাহার

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার

অবশেষে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের কাঁচামাল আমদানিতে ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ সোমবার প্রজ্ঞাপনের মাধ্যমে এটি প্রত্যাহার করা হয়।
 
স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার উৎপাদনের কাঁচামালের ওপর চলতি বাজেটে ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ করা হয়। এতে সব মিলিয়ে এই পণ্যের ওপর ভ্যাট ও শুল্ক আরোপ হয় প্রায় ৬০ শতাংশ। এ নিয়ে স্যোশাল মিডিয়ায় ব্যাপক লেখালেখি শুরু হলে এনবিআর ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করে।

এনবিআরের প্রথম সচিব তারেক রিকবদার বলেন, স্যানিটারি ন্যাপকিন ও ডয়াপারের কাঁচামালের ওপর থেকে ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের ফলে এ দুটি জিনিসের বাজারমূল্য কমবে। দেশে উৎপাদন বাড়বে। আবার নতুন কারখানাও স্থাপন হবে। 

তিনি আরও বলেন, ব্যবসায়িরা যদি এ দুটি পণ্যের দাম না কমান, তাহলে সরকার আইন অনুসারে ব্যবস্থা নেবে।