ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১৫:৩১:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কমনওয়েথ ওয়েটলিফটিংয়ে ভারতের চানুর সোনা জয়

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার

কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই ভারতকে সোনা এনে দিলেন মীরাবাঈ চানু৷ আজ মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম দিনেই ভারতের ঝুলিতে ১৩টি পদক৷

গত কমনওয়েলথ গেমেসের মঞ্চেই বসেছে কমনওয়েলথ লিফটিং চ্যাম্পিয়নশিপের আসর৷ সিনিয়র, জুনিয়র ও ইয়ুথ ক্যাটাগরিতে মিলিয়ে প্রথম দিনেই আটটি সোনাসহ পদক জেতে ভারত৷ আটটি সোনা ছাড়াও তিনটি রুপো এবং দু’টি রুপো জেতেন ভারতীয় প্রতিযোগীরা৷ 

প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন মীরাবাঈ মোট ১৯১ কেজি (৮৪ কেজি ও ১০৭ কেজি) বিভাগে ভারতকে সোনা এনে দেন৷ সিনিয়র নারীদের ৪৯ কেজি বিভাগে অলিম্পিক কোয়ালিফায়িং ইভেন্টে সোনা জিতলেন মীরাবাঈ৷ এই পয়েন্ট ২০২০ টোকিও অলিম্পিকে যোগ্যতাঅর্জনে যোগ হবে৷

মীরাবাঈ শেষবার অংশ নিয়েছিলেন এশিয়ান চ্যাম্পিয়নশিপে৷ এপ্রিল মাসে চিনের নিংগবোতে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ১৯৯ কেজি (৮৬ কেজি ও ১১৩ কেজি) ভার তুললেও অল্পের জন্য পদক হাতছাড়া করে ভারতীয় এই ওয়েটলিফটার৷ ফলে এই গোল্ড কোস্টের এই টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ মীরাবাঈয়ের কাছে৷ কারণ ১৮ মাসের ব্যবধানে ৬টি ইভেন্টে পয়েন্টের ভিত্তিতে টোকিও অলিম্পিকের যোগ্যতাঅর্জন করেবেন ওয়েটলিফটাররা৷

গোল্ড কোস্টে এদিন ১৫৪ কেজি (৭০ কেজি ও ৯৪ কেজি) ক্যাটাগরিতে পোডিয়ামে সবার উপরে দাঁড়ান ভারতের ঝিলি দালাবেহেরা৷ অর্থাৎ সিনিয়র নারী ৪৫ কেজি বিভাগে দেশকে সোনা এনে দেন তিনি৷ এছাড়াও নারীদের ৫৫ কেজি ক্যাটাগরিতে সোনা ও রুপো জেতে ভারত৷ দেশকে সোনা এনে দেন বিন্দিয়ারানি এবং রুপো জেনে মাতসা সন্তোষী৷ ৫৪ কেজিতে সোনা ছাড়াও ৭৮ কেজি ক্যাটাগরিতে রুপো জেতেন বিন্দিয়ারানি৷ এর ফলে মোট ১০৫ কেজিতে সোনা জেতেন তিনি৷