ঢাকা, বৃহস্পতিবার ২৮, মার্চ ২০২৪ ২২:৫২:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উইম্বলডনে শাস্তির মুখে সেরেনা উইলিয়ামস

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৬ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার

লন্ডনে অনুষ্ঠিত চলতি উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেও শাস্তির মুখে পড়তে হল ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামসকে৷ নিজের ব়্যাকেট দিয়ে ঘাসের কোর্ট ক্ষতিগ্রস্থ করায় আয়োজক অল ইংল্যান্ড লন টেনিল ক্লাবের পক্ষে জরিমানা করা হল সেরেনাকে৷

ইতিমধ্যেই লেডিস সিঙ্গলসের শেষ আটে জায়গা করে নেওয়ায় টুর্নামেন্ট থেকে বড় অঙ্কের পুরস্কার মূল্য অবধারিতভাবে পকেটে পুরবেন সেরেনা৷ তবে তাকে ১০ হাজার মার্কিন ডলার জরিমানা দিতে হবে৷ যদিও জরিমানা প্রসঙ্গে এখনও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

প্রি-কোয়ার্টারে স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে ৬-২, ৬-২ স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে শেষ আটের জায়গা করে নিয়েছেন সেরেনা৷ কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ আমেরিকারই অ্যালিসন রিস্ক। তিনি প্রি-কোয়ার্টারে শীর্ষ বাছাই তথা বিশ্বের এক নম্বর তারকা অ্যাশলে বার্টিকে ছিটকে দিয়েছেন টুর্নামেন্ট থেকে৷ ব্রিটেনের অ্যান্ডি মারেকে নিয়ে মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সেরেনা৷ 

একা উইলিয়ামসেরই নয়, আচরণ ভঙ্গের দায়ে জরিমানা হয়েছে আরও দুই তারকারও৷