ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১:৪৬:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নিভেছে

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের প্রথম আসর বাংলাদেশে

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৩ পিএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আইসিসি বিশ্বকাপ-২০২৩ এর আয়োজক দেশ এশিয়ান জায়ান্ট ভারত। আসন্ন এ বিশ্ব আসরের বেশ কয়েকটা ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি। অর্থাৎ ২০১১ সালের ন্যায় ২০২৩ বিশ্বকাপেরও সহ-আয়োজক হতে চায় বাংলাদেশ। দুবাইয়ে আইসিসির সভা শেষে দেশে ফিরে মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘চেষ্টা করছি, যদি আমাদের নতুন স্টেডিয়ামটি রেডি করতে পারি, তাহলে বলার জন্য সহজ হবে। নতুন স্টেডিয়ামে কিছু খেলা নিয়ে আসব। তবে সম্ভাবনা আছে, একেবারে যে নেই এমনটা না। তবে এটা নিয়ে ওদের কারও সঙ্গে কথা হয়নি। আমরা চেষ্টা করছি।’

এদিকে আগামী ২০২১ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, এবারই যেটা প্রথম হতে যাচ্ছে ২০২১ সালে। এটা হবে আটটি দলক নিয়ে। অনূর্ধ্ব-১৯ বলতে আমাদের কোনও দল নেই। বিশ্বকাপটা বাংলাদেশেই হবে ২০২১ সালে। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর প্রসঙ্গে পাপন বলেন, ‘আমাদের একটি পর্যবেক্ষণ দল যাবে ওখানে। পর্যবেক্ষণ দলের দেয়া রিপোর্টের ওপর সব কিছু নির্ভর করছে। নিরাপত্তা দল যাচ্ছে, আমরা যতটা শুনেছি যে একটু দেরি করতে হচ্ছে। কারণ ওরা একটি চিঠি দিয়েছে যে, ১৭ তারিখে দল যাবে। এরপর পর্যবেক্ষণ দলের রিপোর্ট পাওয়ার পর আমরা আসলে সিদ্ধান্ত নিতে পারব।’

সরকারের পক্ষ থেকে নিরাপত্তার ক্লিয়ারেন্স পেলেই নারী ক্রিকেট দল ও অনূর্ধ্ব-১৭ দল পাকিস্তান সফরে যাবে বলে জানান পাপন।

এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ডের নয়া সভাপতি সৌরভ গাঙ্গুলীর প্রসঙ্গে বিসিবি বস জানান, এটা বাংলাদেশের জন্য খুব ভালো খবর। গাঙ্গুলী দায়িত্ব নেয়ায় বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালোই হবে।

আদতে, বহির্বিশ্বে বাংলাদেশ ক্রিকেটের যতজন শুভাকাঙ্ক্ষী আছেন, তারমধ্যে সৌরভ গাঙ্গুলী অন্যতম। সেই দাদাই এখন প্রতিবেশি ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান। তাই পাপনের মত ভালো কিছুরই আশা করতেই পারে বাংলাদেশ।

-জেডসি