ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ৫:৫০:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নিভেছে

আজ রাতে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করবে আমরাই পারি জোট

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৭ পিএম, ৭ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

“সমান ভাবি, সমান থাকি, সমান সমান সামনে চলি”, এই শ্লোগান নিয়ে আগামীকাল শুক্রবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হতে যাচ্ছে। এর উপলক্ষ্যে আজ বৃহস্পিতবার রাতে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, বাংলাদেশ’ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলনের আয়োজন করেছে।

সংগঠনের নির্বাহী সমন্বয়কারী জিনাত আরা হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ ৭ মার্চ রাত ১০ টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এই অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে সকলকে উপস্থিত হওয়ার আহবান জানানো হয়েছে। ৮ মার্চ ২০১৯ এর প্রথম প্রহর ১২.০১ মিনিট এ মোমবাতি প্রজ্বলন করা হবে।

বিজ্ঞপ্তিতে জিনাত আরা হক বলেন, সবক্ষেত্রে নারী-পুরুষের সমঅংশীদারিত্ব নিশ্চিতকরণের পাশাপাশি আমরা নারীর জন্য প্রতিটি স্থান, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তকে নিরাপদ করার জোরালো দাবী জানাই। আমরা জানি নারীর চলাচলের স্বাধীনতায় প্রতিবন্ধকতা তৈরি করে মনের আঁধার, রাতের আঁধার নয়।
                                                                                               
তিনি আরো বলেন, তাই আমরা সকলেই একত্রিত হচ্ছি শহিদ মিনার প্রাঙ্গণে। রাত ১২.০১ মিনিট এ মোমবাতি প্রজ্বলন- এর মাধ্যমে আমাদের আঁধার ভাঙার এ শপথে আমরা সকলের সংহতি প্রত্যাশা করছি।
 
তিনি বলেন, নারীর অস্তিত্বকে নিরাপদ করার এই প্রতীকী অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ নারীর স্বাধীন সত্ত্বা প্রতিষ্ঠার ধারাবাহিক সংগ্রামে আমাদের অনুপ্রাণিত করবে।