ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ৫:৫০:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

আবারো টেনিসে ফিরতে চান ক্লাইস্টার্স

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৯ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চার-বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সাবেক নাম্বার ওয়ান কিম ক্লাইস্টার্স অবসর ভেঙে আবারও টেনিসে ফেরার পরিকল্পনা করছেন।

তিন সন্তানের জননী ক্লাইস্টার্স ২০১২ ইউএস ওপেনের পর অবসরে চলে যান। তবে বৃহস্পতিবার ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটিএ) ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাতকারে ২০২০ সাল থেকে পেশাদারী টেনিসে ফেরার পরিকল্পনার কথা জানান এই বেলজিয়ান।

৩৬ বছর বয়সী ক্লাইস্টার্স ১৯৯৭ সালে পেশাদারী ক্যারিয়ার শুরু করেন। প্রথমবারের মত তিনি টেনিসকে বিদায় জানান ২০০৭ সালে। ২৬ মাস পর কোর্টে ফিরে জন্ম দেন ইতিহাস। ২০০৯ সালে জিতেন ইউএস ওপেন। ১৯৮০ সালে ইভন্নে গুলেগংয়ের উইম্বলডন জয়ের পর প্রথম মা হিসেবে গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতেন ক্লাইস্টার্স। পরের অসরেও শিরোপা ধরে রাখেন তিনি।

নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোতেই ২০০৫ ইউএস ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ী সাবেক এই তারকা বলেন, ‘কিছু প্রমাণ করার আছে বলে আমার মনে হয় না, তবে আমি নিজেকে চ্যালেঞ্জ জানাতে চাই এবং আবারও সমর্থবান হতে চাই।’ ক্লাইস্টার্স যোগ করেন, ‘দেখা যাক যদি শরীরটাকে টেনিস খেলার মত উপযোগী করতে পারি। যেমনটা আমি চাই সেটা আমার মনে আছে এবং দেখতে চাই এটা সম্ভব কিনা। প্রথমে সবকিছু দেখব, যদি শরীর সাড়া দেয় তবেই।’

ডব্লিউটিএ জানিয়েছে, ক্লাইস্টার্স সাবেক নাম্বার ওয়ান হওয়ায় পর্যাপ্ত ওয়াইল্ড কার্ড পাবেন তিনি।

-জেডসি