ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ৬:৪৬:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০ অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঈদ কেনাকাটায় ক্রেতা বাড়ছে ব্র্যান্ড শপে বাঁচানো গেল না সোনিয়াকেও, শেষ হয়ে গেল পুরো পরিবার

উইম্বলডনে শাস্তির মুখে সেরেনা উইলিয়ামস

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৬ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার

লন্ডনে অনুষ্ঠিত চলতি উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেও শাস্তির মুখে পড়তে হল ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামসকে৷ নিজের ব়্যাকেট দিয়ে ঘাসের কোর্ট ক্ষতিগ্রস্থ করায় আয়োজক অল ইংল্যান্ড লন টেনিল ক্লাবের পক্ষে জরিমানা করা হল সেরেনাকে৷

ইতিমধ্যেই লেডিস সিঙ্গলসের শেষ আটে জায়গা করে নেওয়ায় টুর্নামেন্ট থেকে বড় অঙ্কের পুরস্কার মূল্য অবধারিতভাবে পকেটে পুরবেন সেরেনা৷ তবে তাকে ১০ হাজার মার্কিন ডলার জরিমানা দিতে হবে৷ যদিও জরিমানা প্রসঙ্গে এখনও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

প্রি-কোয়ার্টারে স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে ৬-২, ৬-২ স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে শেষ আটের জায়গা করে নিয়েছেন সেরেনা৷ কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ আমেরিকারই অ্যালিসন রিস্ক। তিনি প্রি-কোয়ার্টারে শীর্ষ বাছাই তথা বিশ্বের এক নম্বর তারকা অ্যাশলে বার্টিকে ছিটকে দিয়েছেন টুর্নামেন্ট থেকে৷ ব্রিটেনের অ্যান্ডি মারেকে নিয়ে মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সেরেনা৷ 

একা উইলিয়ামসেরই নয়, আচরণ ভঙ্গের দায়ে জরিমানা হয়েছে আরও দুই তারকারও৷