ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১৫:৪৭:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম মাওলাইনং

অনু সরকার | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২৩ অক্টোবর ২০১৯ বুধবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মাওলাইনং গ্রাম ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত। শান্তিপ্রিয় এ গ্রামে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত। এখানে খাসিয়া সম্প্রদায়ের বসবাস। এশিয়া মহাদেশের সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত মাওলাইনং।

এই গ্রামটি পাইনুর্সলা সমষ্টি উন্নয়ন ব্লক এবং পাইনুর্সলা বিধানসভার অন্তর্গত।

মাওলাইনং শিলং থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর ৯০ কি.মি দূরত্বে অবস্থিত। ‘বরাক উপত্যকার প্রবেশদ্বার’ হিসেবে পরিচিত কালাইন, মাওলাইনং থেকে ১৮৭ কি.মি দূরে অবস্থিত।

২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী এই গ্রামের মোট জনসংখ্যা ৫০০ জন। ছোট্ট এই গ্রামটি সবুজ-শ্যামল পরিস্কার-পরিচ্ছন্ন।

২০১৪ সালের পরিসংখ্যান অনুযায়ী মাওলাইনং-এ পরিবার আছে ৯৫ টি। স্বাক্ষরতার হার ৯০ শতাংশ। এখানকার ১৮ বছরের উদ্ধে সকল নাগরিক ভোটার।

মাওলাইনং গ্রামের লোকেদের উর্পাজনের প্রধান উৎস কৃষিকাজ। সুপারি তাদের প্রধান ফসল ও শস্য ৷ এই গ্রামে দলবদ্ধ হয়ে খাসিয়া সম্প্রদায়ের লোকেরা বসবাস করে।

খাসিয়া সম্প্রদায়ের বংশপরম্পরা অনুযায়ী, মাওলাইনং সমাজে পরিবারের জেষ্ঠ্য কন্যা মায়ের সকল সহায়-সম্পত্তির উত্তরাধিকারী এবং জন্মসূত্রে সন্তান মায়ের উপাধি লাভ করে।

পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যে ভারতের এই মাওলাইনং গ্রাম পৃথিবী বিখ্যাত। নির্দিষ্ট দূরত্ব পর পর বাঁশের তৈরি ডাষ্টবিনে ময়লাসামগ্রী জমা করা হয়, এবং তা থেকে জৈবসার প্রস্তুত করা হয়।

ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন ডিসকভারি ইন্ডিয়া ২০০৩ সালে এই গ্রামকে এশিয়ার সবচেয়ে পরিষ্কার এবং ২০০৫ সালে ভারতের সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসেবে ঘোষণা করে। এই গ্রামকে মৌসুনিপ কিছু’র প্রামাণ্যচিত্রে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম বলে অভিহিত করা হয়েছে।