ঢাকা, বৃহস্পতিবার ২৮, মার্চ ২০২৪ ১৯:০৪:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০ অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঈদ কেনাকাটায় ক্রেতা বাড়ছে ব্র্যান্ড শপে বাঁচানো গেল না সোনিয়াকেও, শেষ হয়ে গেল পুরো পরিবার

ওষুধ ছিটিয়েও রাজধানীতে কমছে না মশার উৎপাত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিয়ম করে দুই বেলা ওষুধ ছিটিয়েও রাজধানীতে মশার উৎপাত কমছে না। কাজে আসছে না সিটি করপোরেশনের কীটনাশক পরিবর্তনের কৌশলও। সকালে লার্ভিসাইড ছিটানো আর বিকেলে ফগার মেশিনে অ্যাডাল্টিসাইড দেয়া হলেও তার খুব একটা সুফল মিলছেনা।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ৫টার দিকে রাজধানীর উত্তর সিটি করপোরেশনের তেজগাঁও এলাকায় দেখা যায় নিয়ম মেনে তিনদিন বাদে ওই এলাকায় ফগার মেশিন দিয়ে দেয়া হচ্ছে মশা মারার ওষুধ। ঘুরে ঘুরে কিউলেক্সের নিধনে দেয়া হচ্ছে ধোঁয়া।

ঠিক একই সময়ে দক্ষিণেও চলছে একই কর্মযজ্ঞ। দিনের এই সময়টাতে নিয়ম করে প্রতি তিন দিনবাদে এ্যাডাল্ট বা পূর্ণাঙ্গ উড়ন্ত মশা মানতে এই আয়োজন।

যতক্ষণ নাকে কিটনাশকের গন্ধ আছে ততক্ষণ মশার বালাইও নেই। ঘড়ির কাটায় ঘণ্টা দেড়েক যেতে না যেতেই ধীরে ধীরে কিউলেক্সের আনাগোনা বাড়তে থাকে। ঘণ্টা দুই যেতে না যেতেই যেন মশার রাজত্ব।

শুধু কি এই দুই জায়গা, রাজধানীজুড়েই এখন সবচেয়ে বড় যন্ত্রণার নাম মশা। আর নিয়মিত ওষুধেও যেন কাজ হচ্ছে না সেটাও টের পাচ্ছে নগরবাসী।

তেজগাঁওয়ের স্থানীয় এক বাসিন্দা বলেন, মশার ওষুধ দিয়ে যাওয়ার এক ঘণ্টা পরও ভরপুর মশা দেখা যায়। তাহলে আর এই নামে ওষুধ দিয়ে কি লাভ?

কিটতত্ত্ববিদ আবু বাশার বলেন, এই মৌসুমে যে হারে মশার প্রাদুর্ভাব তাতে স্বাভাবিক নিয়মের বাইরে দরকার বিশেষ কার্যক্রম হাতে নেয়ার।

এরই মধ্যে উত্তরে ক্রাশ প্রোগ্রাম শুরু হলেও দক্ষিণ চলছে স্বাভাবিক রুটিনে।

-জেডসি