ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১৭:৪৮:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে আজ শুরু উইম্যান এসএমই এক্সপো হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি

করোনা: দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২,৬৮৬, মৃত্যু ৩০

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০২ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার

করোনা: দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২,৬৮৬, মৃত্যু ৩০

করোনা: দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২,৬৮৬, মৃত্যু ৩০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ২,৬৮৬ জন। মৃত্যু হয়েছে ৩০ জনের। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৩০৫ জনের মৃত্যু হলো। দেশে প্রথম রোগী শনাক্তের পর সাড়ে তিনমাসে করোনাভাইরাসে মোট আক্রান্ত হলো এক লাখ ৮১ হাজার ১২৯ জন।

আজ শনিবার দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১১,১৯৩ টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে। এই সময়ের মধ্যে যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে, সেগুলোর মধ্যে ২৪ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অর্থাৎ প্রায় প্রতি চারজনের নমুনা পরীক্ষায় একজন করোনাভাইরাস রোগী শনাক্ত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,৬২৮ জন আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৮,০৩৪ জন। এখন পর্যন্ত বাংলাদেশে মোট ৯,২৯৪৬৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার ১৯.৪৯ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ২৫ জন পুরুষ আর পাঁচ জন নারী। দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয় ৮ মার্চ। তবে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।