ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ৩:০৫:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০ অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঈদ কেনাকাটায় ক্রেতা বাড়ছে ব্র্যান্ড শপে বাঁচানো গেল না সোনিয়াকেও, শেষ হয়ে গেল পুরো পরিবার

করোনা: বিশ্বে মৃত্যু ৩ লাখ ৮০ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৮ পিএম, ৩ জুন ২০২০ বুধবার

করোনা: বিশ্বে মৃত্যু ৩ লাখ ৮০ হাজার ছাড়াল

করোনা: বিশ্বে মৃত্যু ৩ লাখ ৮০ হাজার ছাড়াল

বিশ্বে করোনাভাইরাস মহামারিতে আক্রান্তের সংখ্যা বাড়ায় আজ বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার ২০৫ জনে।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির (জেএইচইউ) সেন্টার ফর সিস্টেম সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ৭৭ হাজার ৫৯৬ জন।

জেএইচইউ-র দেয়া তথ্যে দেখা যায়, ব্রাজিলে ৫ লাখ ৫৫ হাজার ৩৮৩ জনের করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। যা মার্কিন যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। দক্ষিণ আমেরিকার এ দেশটি এখন অবধি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩১ হাজার ১৯৯ জন প্রাণ হারিয়েছেন।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটিতে এ পর্যন্ত এক লাখ ৬ হাজার ১৮০ জনের মৃত্যু হয়েছে এবং ১৮ লাখ ৩১ হাজার ৮০৬ জন আক্রান্ত হওয়ার রেকর্ড রয়েছে। এর মধ্যে শুধুমাত্র নিউইয়র্কেই এখনও অবধি ২৯,৯৬৮ জন মারা গেছেন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে, দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাজ্যে ৩৯,৪৫২ জন, ইতালিতে ৩৩,৫৩০ জন, ফ্রান্স ২৮,৯৪৩ জন এবং স্পেনে ২৭,১২৭ জনের মৃত্যু হয়েছে।

চীন এবং নিউজিল্যান্ডের মতো কয়েকটি দেশের অবস্থা দেখে মনে করা হচ্ছে এ মহামারি নিয়ন্ত্রণে আছে। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে লকডাউন তুলে নেয়ার দিকে এগোচ্ছে।

গত বছরে ডিসেম্বরে চীনে প্রথম সংক্রমণ শুরু হওয়ার পর গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশ পরিস্থিতি

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর তথ্য আসে। গত কয়েক সপ্তাহ ধরে নতুন করে আক্রান্ত ও মৃত্যু উভয় ক্ষেত্রেই অনেক বাড়তির দিকে রয়েছে।

এদিকে বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৯১১ জন আক্রান্তের কথা মঙ্গলবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় নতুন শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫২ হাজার ৪৪৫ জনে দাঁড়িয়েছে। এদিন আরও ৩৭ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৯ জনে। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।