ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১৫:৫৬:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম ঈদযাত্রা: ৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

করোনাতাণ্ডবে বিশ্বে মৃত্যু ২১ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার

করোনাতাণ্ডবে বিশ্বে মৃত্যু ২১ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে

করোনাতাণ্ডবে বিশ্বে মৃত্যু ২১ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে

করোনা প্রতিরোধে অনেক দেশেই ইতিমধ্যে টিকা প্রয়োগ শুরু করলেও থামছে না সংক্রমণ ও প্রাণহানি। গত একদিনে বিশ্বে সোয়া পাঁচ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় ১৬ হাজার ভুক্তভোগী। মৃতের সংখ্যা ২১ লাখ ৬৫ হাজার ছাড়িয়ে গেছে। তবে পিছিয়ে আছে সুস্থতা।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ২৮ হাজার ৬৯৮ জন মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ কোটি ৮ লাখ ১২ হাজার ৬২০ জনে দাঁড়িয়েছে। নতুন করে ১৫ হাজার ৮৭৯ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২১ লাখ ৬৫ হাজার ১৯০ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৭ কোটি ২৮ লাখ ২৬ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৫ লাখ ৩৬ হাজার রোগী।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬০ লাখ ১১ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৪৫২ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা এক কোটি ৬ লাখ ৯০ হাজার। মৃত্যু হয়েছে এক লাখ ৫৩ হাজার ৭৫১ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৮৯ লাখ ৩৬ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ ১৮ হাজার ৯১৮ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত ৩৭ লাখ ৫৭ হাজার মানুষের শরীরে হানা দিয়েছে করোনা। মৃতের সংখ্যা বেড়ে ৭০ হাজার ৪৮২ জনে ঠেকেছে।

দ্বিতীয় তরঙ্গে মহামারির গতি বাড়ছে যুক্তরাজ্যে। ফলে আবার কঠোর লকডাউন জারি করেছে দেশটি। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ৩৬ লাখ ৯০ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ১ লাখ ১৬২ জনের।

ছয়ে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ৩০ লাখ ৮০ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭৪ হাজার ১০৬ জনের।

ইতালিতে এখন পর্যন্ত ২৪ লাখ ৮৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৮৬ হাজার ৪২২ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২৪ লাখ ৪২ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫ হাজার ৩৪৪ জনের।

এছাড়া স্পেন, মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেইন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে ঝরছে বহু মানুষের প্রাণ।