ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ৫:১৮:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নিভেছে

কান্দোভন: এক পাথুরে গুহার গ্রাম

ট্রেস জফি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৪ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

গ্রামখানি পাথরে মোড়া-গুহাময়৷ গ্রামবাসীরা গুহাবাসী৷ নিছক কোনও একদিনের জন্য গুহায় গিয়ে মনঃসংযোগ করার মতো অভিপ্রায় তাদের নেই৷ এরা প্রজন্মের পর প্রজন্ম এইরকমই থাকেন৷ জীবনযাত্রা এখানে পাথুরে দেওয়ালের সঙ্গে লেপটে রয়েছে৷ এই গুহা ঘেরা গ্রাম চমকপ্রদ৷ গ্রামের নাম কান্দোভন৷

ইরানের পূর্ব আজারবাইজান এলাকার ওস্কু শহর৷ আর এই শহরের ঐতিহাসিক এক গ্রামের নাম কান্দোভন। বিখ্যাত তাব্রিজ শহর থেকে কমবেশি পঞ্চাশ কিলোমিটার দূরে সাহান্দ পর্বতের পাদদেশে রয়েছে এই পাথুরে গুহা দিয়ে তৈরি গ্রাম৷ 

স্থানীয় সংবাদ মাধ্যমে লেখা হয়েছে- সাহান্দ পর্বতের আগ্নেয়গিরির প্রভাব এবং চমৎকার আবহাওয়া ও প্রাকৃতিক সৌন্দর্য গ্রামটির শোভা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে- বিশ্বের প্রস্তরময় বা পাথুরে গুহাময় তিনটি বিখ্যাত গ্রামের একটি হলো কান্দোভন। এর আরেকটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য হলো- এখানে মানুষজন বসবাস করে। অর্থাৎ এখানে জীবনের সকল আয়োজন রয়েছে।

পুরাতাত্ত্বিকরা জানান, এই গ্রামটিতে ইসলাম পূর্ব যুগ থেকেই মানুষের বসবাস৷ পাহাড়ের গায়ে গায়ে ছড়িয়ে থাকা অসংখ্য ছোট বড় গুহা মানেই এক একটি পরিবারের বসবাস৷ সেই গুহার কোনটায় তৈরি হয়েছে দোকান, বাড়ি, খাওয়ার ঘর৷ দেখতে খুবই সুন্দর এগুলো। ইরানে ঘুরতে আসা পর্যটকরা কান্দোভন গুহা গ্রাম দেখতে আসেন৷ স্থানীয়দের জীবনযাত্রা মানুষের মনে তৈরি করেছে কৌতূহল৷

কান্দোভন গ্রামে ইরানের শীতপ্রধান পার্বত্য এলাকায় পড়ে৷ প্রবল শীতের সময় কুঁকড়ে যায় এখনকার জীবনযাত্রা৷ তুষারপাতও হয়৷ পাথুরে গুহায় ঘর গরম করার বিভিন্ন পন্থা যেমন রয়েছে তেমনই রয়েছে রুটি তৈরির চমকপ্রদ ব্যবস্থা৷ এছাড়া মসজিদ, গোসলের স্থান, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিরাট বিরাট পেষাইকল রয়েছে গ্রামটিতে৷

ইরানের শস্য শ্যামল এলাকার অন্যতম আজারবাইজানের এই কান্দোভন গ্রাম৷ বেশি কিছু নদী ও ঝরনা রয়েছে এখানে৷ মনোরম পরিবেশ থাকার কারণে জীবনযাত্রায় ক্লান্তির ছাপ নেই৷ ইরানের পার্বত্য অঞ্চলগুলোর মধ্যে এই এলাকাকে সবচেয়ে ভালো আবহাওয়াময় অঞ্চল বলে মনে করা হয়। 

জানা গেছে কান্দোভনের ঝর্নার জলে মিশে থাকে খনিজ পদার্থ৷ পরীক্ষায় করে দেখা গেছে এই খনিজ জল কিডনির পাথর দূর করার ক্ষেত্রে কাজে দেয়৷ প্রাকৃতিক কারণে কান্দোভনের গুহা গ্রামে তৈরি বিশেষ মধু খুবই উপকারি৷