ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ৮:১৪:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস ২৪ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম মক্কা ও মদিনায় তুমুল বৃষ্টির শঙ্কা খালেদার গ্যাটকো মামলায় চার্জগঠনের শুনানি পেছাল কুড়িগ্রামে তাপদাহ: বৃষ্টির জন্য নামাজ আদায় থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

ক্রেতার ভিড়ে জমজমাট রাজধানীর মার্কেটগুলো

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। আজ কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর মার্কেটগুলো। কোন মার্কেটে তিল ধারণের ঠাঁই নাই। কি বিপণিবিতান,কি ফুটপাথ সবখানেই আজ ক্রেতারা ভিড় করছে। বিক্রেতাদেরও তো দম ফেলার সময় নেই। 

সকাল থেকেই আজ ঈদ বাজার জমজমাট। ক্রেতারা পছন্দের পোশাকটি কিনতে ভিড় করছেন রাজধানীর বিপণিবিতান, ফ্যাশন হাউস, শপিংমল ও মার্কেট এমনকি ফুটপাথগুলোতেও। 

রাজধানীর বসুন্ধরা সিটি, নিউমার্কেট, আজিজ সুপার মার্কেট, চাঁদনী চক, রাপা প্লাজা, এআর প্লাজা, এলিফ্যান্ট রোডের দোকান, ফার্মগেটের সব মার্কেট, ফুটপাথ, গুলিস্থানের পুরো এলাকা, মিরপুর মুক্তিযোদ্ধা মার্কেট, শাহ আলী মার্কেট, খিলক্ষেতের রাজউক ট্রেড সেন্টার, উত্তরার নর্থ টাওয়ার, রাজলক্ষী কমপ্লেক্সসহ বিভিন্ন বিপণি বিতানে আজ ক্রেতার সমাগমে গমগম করছে।

কেনাকাটায় ব্যস্ত নারী ও ফ্যাশন সচেতন তরুণীরা। শপিংয়ে বড়দের সঙ্গে এক কাতারে হাজির হচ্ছে ছোটরাও। বিক্রেতারা আজ খুশি আর বিজয়ীর হাসি হাসছেন। কারণ পুরো বছরের যাই বেচাকেনা হোক না কেন ঈদের এ সময়টার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে। তাই বিক্রেতাদের কাছেও এ সময়টুকু অনেকটা স্বপ্নের মতই। নিউমার্কেটের বিক্রেতা আবুল হোসেন বলেন, খুব ব্যস্ত আছি। দেখছেনই তো ক্রেতার অভাব নেই। ভাল জিনিস বিক্রি করছি আর লাভও কম করছি।

সবচেয়ে বেশি ভিড় দেখা গেল শাড়ি ও থ্রি পিসের দোকানে। ভারতীয় পোশাকের সাথে পাল্লা দিয়ে দেশি কাপড় ও ডিজাইনারদের তৈরি পোশাকের বুটিক হাউসগুলোতেও তরুণীদের ভিড় চোখে পড়ার মত। পা ফেলার জায়গা নেই শিশুদের পোশাক ও খেলনা সামগ্রী, কসমেটিক্স ও গহনার দোকান এমনকি জুতোর দোকানেও।

তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল সবখানেই। বেশিরভাগ ক্রেতারা দাম বেশি বলছেন। গাউসিয়ায় আসা মীম অভিযোগ করেন,গত সপ্তাহে যেটা ১৫০০ টাকা দেখে গেছি আজ ২০০০ টাকা চাচ্ছে , কিভাবে সম্ভব। এক সপ্তাহে ৫০০ টাকা বেড়ে গেল। তবে মীমের এ অভিযোগের বিপরীতে বিক্রেতা আল আমীন চুপই রইলেন,ব্যস্ত হলেন নতুন ক্রেতাকে কাপড় দেখাতে। ব্র্যান্ডের দোকান যেমন, আড়ং, ইনফিটিনিটি, ক্যাটস্ আই, নবরূপা, ইয়েলো, এক্সটেসি, রিচম্যান, স্টেশন ২১ ও মড, ইয়োলো সাদাকালোতে ক্রেতার ছড়াছড়ি। এখানে এসেছেন ইফতি আর সারা। বললেন, দেশীয় স্টাইলে আলাদা একটা ফ্যাশন থাকে। তাই এসব জায়গা থেকেই আমরা কিনি বেশি। পোশাক ও শাড়ির সঙ্গে মিলিয়ে গহনা কিনছেন হাল আমলের তরুণীরা। 

রামপুরা থেকে নিউমার্কেটে আসা গৃহবধূ রাবেয়া বুশরা বলেন, ছোটবেলা থেকে আমরা নিউমার্কেটে কেনাকাটা করেছি। এখানে দাম খুব একটা যে কম তা নয়, তবে সব মানের জিনিস পাওয়া যায়। তাই এখান থেকেই সবকিছু কিনি।


আজকে প্রায় সব বিপণিবিতানে গভীর রাত পর্যন্ত চলবে বিকিকিনি। সাধ আর সাধ্যের সবটুকু দিয়ে ঈদের কেনাকাটায় ভাল পণ্যটি নিয়েই ঘরে ফিরতে চান ক্রেতারা।