ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ১৮:১৮:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদার গ্যাটকো মামলায় চার্জগঠনের শুনানি পেছাল কুড়িগ্রামে তাপদাহ: বৃষ্টির জন্য নামাজ আদায় থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ‘পদ্মশ্রী’ গ্রহণ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা কাতার-বাংলাদেশ ১০ চুক্তি-সমঝোতা সই

ক্ষুধার্ত শিশুদের পাশে জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৫ পিএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসধারী পপ গায়িকা জেনিফার লোপেজ সুযোগ পেলেই মানুষের কল্যাণে এগিয়ে আসেন। এবার আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের একটি স্কুলে এক বছরের খাবার অনুদান দিয়েছেন ৫০ বছর বয়সী এই তারকা। এই উদ্যোগে তাকে সহায়তা করেছেন প্রেমিক অ্যালেক্স রড্রিগেজ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জ্যাকসবরো এলিমেন্টারি স্কুলটির শিক্ষক ব্রুক গয়েন্সের স্ট্যাটাস পড়ে আবেগাপ্লুত হন লোপেজ।

গত ২ অক্টোবর এক শিক্ষার্থী সম্পর্কে লিখেছিলেন সেই স্যার।

আমেরিকার জনপ্রিয় খাবার স্প্যাগেটি হুপস সম্পর্কে কথোপকথনের সময় শিশুটি জানায়, সে প্রতিদিনই না খেয়ে স্কুলে আসে। তাই শিক্ষকরা টাকা তুলে কিংবা ঘর থেকে এনে পরবর্তী কয়েক সপ্তাহ তাকে খাবার দিয়েছে।

তার এই স্ট্যাটাস ৪৫ হাজার মানুষের দৃষ্টি আকর্ষণ করে। বিশ্বসঙ্গীতের নক্ষত্র লোপেজ তাদেরই একজন।

তিনি বলেন, ‘ফেসবুক পোস্টটি পড়ে শুধু আমার চোখেই জল আসেনি, অ্যালেক্সও কেঁদেছে।’

-জেডসি