ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ১৮:৩৪:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদার গ্যাটকো মামলায় চার্জগঠনের শুনানি পেছাল কুড়িগ্রামে তাপদাহ: বৃষ্টির জন্য নামাজ আদায় থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ‘পদ্মশ্রী’ গ্রহণ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা কাতার-বাংলাদেশ ১০ চুক্তি-সমঝোতা সই

খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:২৫ পিএম, ১১ মে ২০১৮ শুক্রবার

মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ দেশের সর্ববৃহৎ শিশু সংগঠন খেলাঘরের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার। উৎসবমুখর অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ঐতিহ্যের ৬৬ বছর পেরিয়ে ৬৭ বছরে পদার্পনের দিনটি উদযাপন করছে খেলাঘরের সদস্যরা।


আজ সংবাদ কার্যালয়ে খেলাঘর আন্দোলনের সূতিকাগার দৈনিক সংবাদ পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। কেক কেটে, ফুল বিনিময় ও সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন খেলাঘরের কর্মী-সংগঠক, অভিভাবক ও ভাই-বোন এবং দৈনিক সংবাদের সাংবাদিকরা।


এ সময় দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনিরুজ্জামান, ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, প্রধান প্রতিবেদক সালাম জুবায়ের, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য অধ্যক্ষ শরীফ আহমেদ ও হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ, সহ-সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু, সম্পাদকমন্ডলীর সদস্য অশোকেশ রায়, এ আলী আহম্মেদ নান্তু ও রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, কেন্দ্রীয় সদস্য অনিকেত আচার্য, ফখরুল ইসলাম, আনিসুল ইসলাম অপু ও কোহিনুর বেগম শিল্পী এবং জাতীয় পরিষদ সদস্য ফেরদৌসি লাকি উপস্থিত ছিলেন।


আগামী ৪ মে শুক্রবার বিকেল ৩টা থেকে পুর্নমিলনী ও স্মৃতিচারণ এবং বিকেল ৫টা থেকে সাংবাদিক বজলুর রহমান ভাইয়া স্মৃতিপদক প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যাকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে।


এবার পদক পাচ্ছেন লেখক-গবেষক বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান, খেলাঘর সংগঠক মুক্তিযোদ্ধা কামাল চৌধুরী ও খেলাঘর সংগঠক মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম।


অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিশেষ অতিথি থাকবেন ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। সভাপতিত্ব করবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার।

সূত্র : বাসস